থাকবে না গাড়ি, রাস্তা! ‘ভবিষ্যতের শহর’ তৈরির ঘোষণা সৌদির যুবরাজের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোনও গাড়ি নেই, রাস্তা নেই। স্বাভাবিক ভাবেই থাকবে না দূষণও। এমনই এক শহর তৈরি করতে চলেছে সৌদি আরব। রবিবার সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের এই ঘোষণার পরেই বিশ্ব জুড়ে এই শহর নিয়ে কৌতূহল তুঙ্গে। প্রায় ২৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার জুড়ে তৈরি হবে এই শহর। লোকসংখ্যা হবে ১০ লক্ষের মতো।

কালো সোনা রফতানিতে বিশ্বে প্রথম সৌদি আরব (Saudi Arabia)। তেলের অভাব নেই সে দেশে। তেল-কুবের তকমা সৌদি আরবের জন্য একেবারে প্রযোজ্য। তারপরেও সে দেশের যুবরাজ মহম্মদ বিন সলমন এমন শহর গড়ে তুলতে চাইছেন, কেন? উদ্দেশ্য একটাই, পরিবেশ রক্ষা।

সলমন জানিয়েছেন, এই নতুন শহরের আয়তন হবে ১৭০ কিলোমিটার। ‘কার্বন ফ্রি’ এই শহরের নাম হবে দ্য লাইন। এই ‘নেয়ম’ প্রোজেক্টের খরচ হবে ৫০০ বিলিয়ন ডলার। রবিবার একথা জানিয়েছেন সৌদির যুবরাজ। শহরের নাম দেওয়া হয়েছে ‘দ্য লাইন’। সলমন বলেন, ‘‘গতানুগতিক শহরের ধারণাকে পাল্টে আমাদের উচিত ভবিষ্যতের কথা ভাবা।’ মার্চ মাস থেকেই শুরু হচ্ছে নির্মাণ, জানিয়েছেন সৌদি যুবরাজ।

আরও পড়ুন: মার্কিন ক্যাপিটলে বিক্ষোভকারীর হাতে ভারতীয় পতাকা! বিতর্ক ও নিন্দা

সৌদি আরবের উত্তর পশ্চিমে লোহিত সাগরের তটবর্তী এলাকায় গড়ে উঠবে এই ‘ভবিষ্যতের শহর’। তিনি বলেন, ‘‘শহরে থাকবে না কোনও যানবাহন, কোনও রাস্তা এবং কোনও কার্বন নির্গমণ।’’ অর্থাৎ গড়ে তোলা হবে প্রাকৃতিক পরিবেশে দূষণহীন এক শহর। সলমনের ওয়েবসাইটে এই প্রোজেক্টকে ‘দুঃসাহসীক স্বপ্ন’ বলে উল্লেখ করা হয়েছে। তাঁর বিশ্বাস এই শহর নতুন প্রযুক্তি ও ব্যবসার কেন্দ্র হয়ে উঠবে।

কিন্তু প্রশ্ন হল, কোনও গাড়ি না চললে মানুষ যাতায়াত করবেন কী ভাবে। সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে জানানো হয়েছে, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ২০ মিনিটের বেশি সময় লাগবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা(আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-র ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই শহরে। ‘নেয়ম’-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই শহরে ১০০ শতাংশ দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন হবে, যা শহরবাসীর জন্য এক স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেবে।’’

আরও পড়ুন: সমুদ্র থেকে ভেসে এল ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ, যাত্রীদের দেহাংশ উদ্ধার!

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest