Site icon The News Nest

আস্থা ভোটে স্বস্তির জয়, সরকারের পতন রুখে দিলেন ‘কাপ্তান’ ইমরান খান

imran khan 1

আস্থা ভোটে জয় পেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। পাক নিম্নকক্ষে ৩৪২ জন সদস্যের মধ্যে শাসক দল পেয়েছে ১৭৮ জনের ভোট। শুরুতেই অবশ্য বিরোধী ১১ দলের জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) ভোটাভুটি বয়কট করার সিদ্ধান্ত নেয়। তারপরেও নিজের শক্তি যাচাই করে আপাতত নিশ্চিন্তে প্রাক্তন পাক ক্রিকেটার ও বর্তমান প্রধানমন্ত্রী।

সম্প্রতি সংসদের উচ্চকক্ষে ভোটে হেরে যান পাক অর্থমন্ত্রী। তারপর থেকেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ইমরান সরকারের উপর চাপ বাড়াচ্ছিলেন বিরোধীরা। বুধবার সংসদের উচ্চকক্ষে সরকারের অর্থমন্ত্রীর পরাজয়ের পর প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিল বিরোধী দলগুলি। তাই সরকারের স্থায়িত্ব প্রতিষ্ঠা করতে আস্থা ভোটে রাজি হয়ে যান ইমরান।

আরও পড়ুন: নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল ব্রিটেনের আদালত, তবে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার পথও খোলা

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ১৭২টি ভোট। শাসকদল দাবি করে, তাদের কাছে ১৮০ জন সাংসদের সমর্থন রয়েছে। সম্প্রতি ফয়জল ভোরা নামে শাসকদলের এক সাংসদ পদত্যাগ করায় ১৮১ থেকে সংখ্যাটি পৌঁছেছিল ১৮০-তে। আর বিরোধীদের সমর্থনে ছিলেন ১৬০ সদস্য। যদিও ভোটাভুটিতে দেখা গেল ১৭৮ জন ইমরানের সমর্থনে ভোট দিয়েছেন।

পাকিস্তানের সেনেটে ৯৬টি আসন সেখানে ৩ বছর পরপর অর্ধেক আসনে নির্বাচন হয়। এ বারের ৪৮ আসনের নির্বাচনে পঞ্জাবের ১১টি আসন ছিল বিরোধী শূন্য। তাই নির্বাচন হয়েছিল ৩৭টি আসনে। সেখানে ৫টি আসন পেয়েছে পিটিআই, ৫টি আসন পেয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), ১টি আসন পেয়েছে পিএমএল-কিউ। বাকি ৩৭টি আসনের মধ্যে ১৩টি আসনে জয়ী হয়েছে ইমরানের পিটিআই, পিপিপির হাতে গিয়েছে ৮টি আসন বাকি আসন গুলি গিয়েছে অন্যান্য দলের ঝুলিতে। তবে পিটিআই জিতলেও হাফিজ় শেইখের আসন হেরে যাওয়ায় বিরোধীদের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে পিটিআই।

আরও পড়ুন: বিদ্রোহীদের হত্যা বন্ধ কর, বলল রাষ্ট্রসংঘ, মিয়ানমারে একদিনেই নিহত ৩৮

Exit mobile version