Site icon The News Nest

#KarachiBlackOut: নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বিমান? আতঙ্ক ছড়াল পাকভূমে

IAF Feb 15

The News Nest: মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর করাচির আকাশসীমায় বিমানের আনাগোনা দেখে রীতিমত থরহরিকম্প দশা পাকিস্তানের। নেটদুনিয়ায় এ নিয়ে শুরু হয়ে গিয়েছে তুমুল শোরগোল। টুইটারে কেউ লিখছেন, ‘ভারতীয় বিমান’কে আকাশসীমা পেরিয়ে ঢুকতে দেখেছেন। সাংবাদিক মহলেও এ নিয়ে নানা আলোচনা চলছে। সবমিলিয়ে, বেশ ভয়ের আবহ পাকভূমে।

মঙ্গলবার রাতে আচমকাই অন্ধকার হয়ে গেলে পাকিস্তানের বন্দরশহর করাচি। আর তাতেই আতঙ্ক ছড়াল সোশ্যাল মিডিয়ায়। রটে যায় ফের বালাকোটের মধ্যে কোনও বিমান হানা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। তাই ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রটে যায় করাচির আকাশে চক্কর দিচ্ছে আইএএফ এর ফাইটার জেট।

আরও পড়ুন: বায়ুসেনার প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ, ইতিহাস গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র

পাকিস্তানের হাম টিভির এক সাংবাদিক টুইটারে লেখেন ভারত-পাক সীমান্ত অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। পাক সেনাকে অ্যালার্ট করা হয়েছে। কারচির আকাশে একাধিক ফাইটার জেট উড়ছে।সোশ্যাল মিডিয়ার গুজবে অবশ্য ভিন্ন মতও ছিল। কেউ লেখেন, করাচির আকাশে ফাইটার জেটগুলো আসলে পাকিস্তনেরই। সীমান্তে রাজস্থান ঘেঁসা এলাকায়, ভারতীয় জেট দেখা গিয়েছে। তাই এত তত্পরতা।এক জন একটি ভিডিয়ো শেয়ারও করেছেন। লিখেছেন পাক বায়ুসেনার JF17 Thunder,  Mirage  করাচির আকাশে উড়ছে। সিন্ধ সীমান্তে ভারতীয় বায়ুসেনার বিমান দেখা গিয়েছে।

আবার কোনও কোনও সাংবাদিকের মতে, গোটা ব্যাপারটাই স্রেফ চোখে ধুলো দেওয়া। দু দেশের আকাশসীমায় নজর রাখছে বায়ুসেনা। জনগণকে অভয়বাণী দিয়ে তাঁদের মত, ভারতীয় বায়ুসেনা এবার কোনওভাবেই আঘাত হানতে পারবে না। কারণ, সজাগ পাক সেনাবাহিনীও। তাই অযথা না ভেবে নিশ্চিন্তে থাকতে।

গতকালের ওই গুজব নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি পাক সেনা। এটাও অস্বীকার করা হয়নি যে পাকিস্তানিরা পাক ফাইটার জেটকেই ভারতীয় বায়ুসেনার বিমান বলে ভুল করেছে।

আরও পড়ুন: উপসর্গবিহীন রোগীর থেকে করোনা ছড়ানোর আশঙ্কা প্রায় নেই, দাবি WHO-এর

Exit mobile version