গজনিতে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৬ আফগান সেনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রবিবার সাত সকালে গোলাগুলির শব্দে ঘুম ভেঙেছিল আফগানিস্তানের ঘজনিবাসীর। বেলা বাড়তেই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের (Afghanistan) রাজধানী। আত্মঘাতী হামলায় মৃত্যু হল ২৬ জনের। জখম কমপক্ষে ১৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কে বা কারা এই হামলা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণের পর গোটা এলাকা থমথমে। নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। সে দেশ থেকে আসা প্রাথমিক রিপোর্ট আনুযায়ী, স্থানীয় প্রশাসনকে বার্তা দেওয়াই লক্ষ্য ছিল জঙ্গিদের। সেই মতো গজনিতে নিরাপত্তাবাহিনীকে নিশানা করে তারা।

আরও পড়ুন: এ কোন সকাল…! টানা ২ মাস সূর্য উঠবে না আলাস্কার এই শহরে

এক আত্মঘাতী জঙ্গিকে দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সময় মতো সংবাদমাধ্যমকে তা নিয়ে তথ্য দেওয়া হবে।

গজনি হাসপাতালের ডিরেক্টর বাজ মরম্মদ হেমত বলেন, ‘‘এখনও পর্যন্ত ২৬টি দেহ হাতে পেয়েছি আমরা। জখম অবস্থায় ১৭ জনকে আনা হয়। তাঁদের সকলেই নিরাপত্তাবাহিনীর সদস্য।’’ মাত্র কয়েক সপ্তাহ আগেই আফগানিলস্তানের রাজধানী কাবুলকে নিশানা করে ইসলামিক স্টেট (আইএস)জঙ্গিরা। সেখানে ২৩চি রকেট ছোড়ে তারা।

আরও পড়ুন: একসঙ্গে অন্তঃসত্ত্বা ৬ প্রেমিকাই! নাইটক্লাব মালিকের ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest