OMG! জ্বলজ্যান্ত পাইথনকেই মাস্ক হিসেবে মুখে জড়ানো, বাসযাত্রীকে নিয়ে হইচই কাণ্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা পরিস্থিতিতে (CoronaVirus) ভিন্ন ভিন্ন প্রকারের মাস্ক দেখা গিয়েছে। কেউ মাস্কে পছন্দের শব্দ লিখেছেন, কেউ বা পছন্দের চরিত্রের ছবি দেওয়া মাস্ক ব্যবহার করেছেন। বেরিয়ে গিয়েছে ডিজাইনার মাস্কও। কিন্তু জ্বলজ্যান্ত পাইথনকে মুখে জড়িয়ে মাস্ক হিসেবে ব্যবহার করার কথা শুনেছেন কখনও? না শুনে থাকলে শুনে নিন। আর ভিডিওতে তা দেখেও নিন। এমন আজব ঘটনা সত্যিই ঘটেছে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে (Manchester)।

সোমবার সুইনটন থেকে ম্যাঞ্চেস্টার যাওয়ার একটি বাসে এমন এক যাত্রীকে দেখা যায় যিনি মাস্কের বদলে গলায় ও মুখে জ্যান্ত সাপ জড়িয়ে রেখেছেন। প্রথমে নজরে পরে এক মহিলা যাত্রীর। তিনি এক ঝলক দেখে ভেবেছিলেন, এ বুঝি কোনও ফ্যান্সি মাস্ক।

আরও পড়ুন: বিমার টাকা পেতে নিজের হাত কেটে ফেললেন এই তরুণী, কিন্তু তারপর…

কিন্তু একটু পরেই বুঝতে পারেন আর কিছু নয়, এটা একটা জ্যান্ত সাপ। সেই সাপ আকারেও রীতিমতো বড়। সর্প-বাহন যাত্রীর মুখ ঢেকে, গলা জড়ানোর পরে সাপের ল্যাজের একটা অংশ আবার বাসের রেলিংয়ে।

গ্রেটার ম্যাঞ্চেস্টারের পরিবহণ কর্তাদের বক্তব্য, এই শহরে ১১ বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে এখন মাস্ক পরা বাধ্যতামূলক। তবে সার্জিক্যাল মাস্ক না হলেও চলবে। যে কোনও ভাবে মুখ ঢেকে রাখাটাই নিয়ম। নিয়ম অনুযায়ী, কেউ চাইলে সাপের চামরা দিয়েও মাস্ক বানাতে পারেন। কিন্তু কেউ যে আস্ত সাপ দিয়ে মাস্কের কাজ চালাবেন সেটা ভাবাই যায় না। তবে সাপকে মাস্ক হিসেবে ব্যবহার করা নিয়ে বাকি যাত্রীরা ভয়ের থেকে মজাই পেয়েছেন বেশি।

আরও পড়ুন: কেমিক্যাল দিয়ে ধর্ষকদের নপুংসক করে দেওয়া উচিত, মত ইমরান খানের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest