‘স্মৃতিচিহ্ন’ হিসাবে ব্যাগে মিসাইল লঞ্চার! বিমানবন্দরে আটক যাত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: কুয়েত থেকে নিয়ে এসেছেন মিসাইল লঞ্চার। ব্যাগের মধ্যে সেই জিনিসটি নিয়ে ওয়াশিংটনের বিমান বন্দরে হাজির হয়েছিলেন এক ব্যক্তি। বিমানে ওঠার আগে লাগেজ চেক করতে গিয়ে নিরাপত্তাকর্মীরা দেখতে পেলেন, ব্যাগের মধ্যে সন্দেহজনক কিছু রয়েছে। সেই ব্যক্তিকে আটক করে শুরু হল জেরা। তিনি জানালেন কুয়েত ভ্রমণে গিয়ে সুভ্যেনির হিসাবে নিয়ে এসেছিলেন ওই মিসাইল লঞ্চার।

যেখানে সামান্য একটা নেল কাটার এমনকি বাড়ির খাবার পর্যন্ত বিমানে নিয়ে ওঠার নিয়ম নেই, সেখানে কী ভাবে আস্ত একটা মিসাইল লঞ্চার ব্যাগে নিয়ে বিমান যাত্রার উদ্যোগ নিলেন এই যাত্রী? লিসা ফার্বস্টেইন জানান, ওই যাত্রী সেনাবাহিনীর কর্মী, টেক্সাসের জ্যাকসনভিলে অঞ্চলের বাসিন্দা। তাঁর ব্যাগে মিসাইল লঞ্চার এল কী ভাবে জানতে চাওয়ায় ওই যাত্রী জানান, কুয়েতে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় স্মারক হিসাবে এই মিসাইল লঞ্চারটি সঙ্গে নিয়ে এসেছেন তিনি। রকেট লঞ্চারটি অকেজো। তাই নির্ভয়ে সঙ্গে নিয়ে চলেছিলেন তিনি।

জানা গিয়েছে, ওই যাত্রীর ব্যাগে যে মিসাইল লঞ্চারটি পাওয়া গিয়েছে সেটি গ্রিফিন মিসাইল লঞ্চার। এই ধরনের মিসাইল যে কোনও জায়গা থেকেই ছোঁড়া যায়। ট্রান্সপোর্ট সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমরাস্ত্র নিয়ে যাত্রীবাহী বিমানে ওঠার অনুমতি দেওয়া যায় না, তাই ওই মিসাইল লঞ্চারটি বাজেয়াপ্ত করে স্টেট ফায়ার মার্শালের দফতরে জমা দেওয়া হয়েছে। তবে অস্ত্রটি বাজেয়াপ্ত করার পর ওই ব্যক্তিকে বিমানে ওঠার অনুমতি দেয় বাল্টিমোর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest