কপালে ভাঁজ ভারতীয়দের, এইচ-ওয়ানবি-সহ সব কাজের ভিসা বন্ধ করতে পারেন ট্রাম্প

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: আমেরিকায় কাজ করতে চাওয়া ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য উদ্বেগজনক খবর। এইচ-ওয়ানবি ভিসা-সহ যে বিভিন্ন ধরনের ভিসা দেওয়া হয় মার্কিন মুলুকে বিদেশি কর্মপ্রার্থীদের, এখন সেগুলি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। লকডাউনের জেরে আমেরিকায় বেকারত্বের সংখ্যা বহু গুণ বেড়ে যাওয়ায়।

মার্কিন দৈনিক ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এই খবর দিয়েছে। দৈনিকটি জানিয়েছে, আগামী অর্থবর্ষের পুরোটা সময়ের জন্যই এইচ-ওয়ানবি-সহ আমেরিকায় কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ভিসা আর না দেওয়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকায় নতুন অর্থবর্ষ শুরু হয় ১ অক্টোবর থেকে। ওই সময়েই এইচ-ওয়ানবি-সহ ওই সব ভিসা ইস্যু করতে শুরু করে মার্কিন প্রশাসন।

আরও পড়ুন : সীমান্তে নেপালি পুলিশের গুলিতে মৃত এক ভারতীয়,‘মানচিত্র বদলাব না’ গোঁ নেপালের

এইচ-ওয়ানবি ভিসা নিয়ে আমেরিকায় কর্মরত বিদেশিদের মধ্যে চিন ও ভারতের নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। আর যে ভারতীয় নাগরিকরা এইচ-ওয়ানবি ভিসা নিয়ে মার্কিন মুলুকে কর্মরত, তাঁদের একটি বড় অংশ তথ্যপ্রযুক্তি কর্মী।

হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলে একটি বিবৃতিতে বলেছেন, “অনেক কিছুই ভাবা হচ্ছে। সমস্যা থেকে বেরিয়ে আসার সবক’টি পথই ভেবে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে। যাতে মার্কিন নাগরিকদের স্বার্থরক্ষা হয়। তবে এ ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’

গেরুয়ায় শিবিরে লোকজন ট্রাম্পের ব্যাপারে গদগদ ভাব দেখান। দেখে মনে হতেই পারে উনি যেন অমিত শাহের মত গুজরাতি। গেরুয়া শিবিরের আদেখলাপনা কিভাবে কাজে লাগতে হয় তা ট্রাম্প ভালো জানেন। তাই কেবল কাটির টুকু নিয়ে ভারতকে বারবার চাপে ফেলে। চীনকে টাইপ দেয়ার জন্য উনি ভারতকে ব্যাবহার করে ফায়দা লুটতে চান। অথচ ভিসার ব্যাপারে নিয়মিত বিরতিতেই ভারতকে চাপে রাখেন।

আরও পড়ুন : উড়ন্ত বিমানের তিন দিক থেকে একশো কোটি ভোল্টের বজ্রপাত, তারপর…

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest