International Yoga Day: হিমাঙ্কের নীচে তাপমাত্রা, ১৮,৮০০ ফুট উপরে যোগ জওয়ানদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবসে লাদাখের খারদুং লা পাসের কাছে যোগ করছেন ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের আধিকারিকরা। চারিদিকে ধবধবে তুষার। তাপমাত্রা হিমাঙ্কের নীচে। ভূপৃষ্ঠ থেকে ১৮,০০০ ফুট উঁচুতে লাদাখে যোগ করছেন আইটিবিপি জওয়ানরা।

আরও পড়ুন : গালওয়ান: আবেগ দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে,প্রশ্ন করলেই দেশদ্রোহী, বিঁধলেন কমল হাসান

উত্তরাখণ্ডে ভারত-চিন সীমান্তে মোতায়েন আইটিবিপ জওয়ানরাও যোগ দিবস পালন করেন। বদ্রীনাথের কাছে বসুধারা হিমবাহে ভূপৃষ্ঠের ১৪,০০০ ফুট উঁচুতে যোগ করেন তাঁরা। 

সিকিমে ভূপৃষ্ঠের ১৮,৮০০ ফুট উপরে যোগ করছেন জওয়ানরা।লোহিতপুরে অ্যানিমাল ট্রেনিং স্কুলের আইটিবিপি জওয়ানরাও যোগ করেন।

আজ দেশজুড়ে পালিত হয় যোগ দিবস। তবে করোনার কারণে অন্যবারের মত তা নিয়ে সরগোল হয়নি। সেলেব এবং ক্রীড়া জগতের লোকেরা বাড়িতেই পালন করেছেন যোগ দিবস। ভার্চুয়াল যোগ পালন করতে দেখা যাই কিচু নেতাদের। সাত সকালে ভাষণ দেন প্রধান মন্ত্রী। যোগের মাদ্ধমে করোনা থেকে কিভাবে উপকার পাওয়া যায় তার ফর্মুলা দেন তিনি।

আরও পড়ুন : ভারতে করোনা চিকিৎসায় নয়া ওষুধ গ্লেনমার্কের ‘ফাবিফ্লু’, দাম ট্যাবলেট প্রতি ১০৩ টাকা

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest