কোন কোন সরকারি চাকরি পেতে আর দিতে হবে না ইন্টারভিউ ! জেনে নিন এখনই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সরকারি চাকরিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে উঠে গেল ইন্টারভিউ পর্ব ৷ শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ২৩ টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি চাকরি পেতে গেল আর দিতে হবে না ইন্টারভিউ ৷মন্ত্রকের দেওয়া বিবৃতি অনুসারে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া সমাপ্ত করল সরকার ৷ ২০১৬ সালের পর থেকেই কেন্দ্র সরকারের গ্রুপ বি ও গ্রুপ সি পদের জন্য ইন্টারভিউ নেওয়ার প্রথা তুলে দেওয়া হয়েছে ৷

২০১৫ সালে লাল কেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ তুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ৷ তাঁর মতে, সাক্ষাৎকারের বদলে লিখিত পরীক্ষার ভিত্তিতেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হোক, যা বেশি উপযোগী৷

আরও পড়ুন :ঈদের সময়কার সামাজিক দূরত্ব পুজোয় বদলে যাচ্ছে কেন?

শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শেই কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ পয়লা জানুয়ারি ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রথা তুলে দেয় ৷কেন্দ্রীয় মন্ত্রী এও জানান, সরকারি চাকরিতে নিয়োগের সময় সাক্ষাৎকার খুব জরুরি বলে মনে করে বেশ কয়েকটি রাজ্যের প্রশাসক ৷ তাই বেশ কিছু রাজ্য কেন্দ্রের এই পরামর্শ মানতে রাজি ছিল না ৷ অন্যদিকে, মহারাষ্ট্র, গুজরাতের মতো কিছু রাজ্য যত তাড়াতাড়ি সম্ভব সরকারি কর্মী নিয়োগে এই পদ্ধতি গ্রহণ করতে চাইছিল ৷

সরকারি চাকরিতে ইন্টারভিউয়ের ব্যবস্থা উঠে যাওয়া নিয়ে জিতেন্দ্র সিং আরও বলেন, অতীতে এই ইন্টারভিউ  নিয়ে বহু অভিযোগ আসতো। চাকরির পরীক্ষায় পাস করেও শান্তি ছিল না পরীক্ষার্থীদের। ইন্টারভিউ নিয়ে তাদের পরিবারও অশান্তিতে ভুগতো। অধিকাংশ রাজ্যে এখন আর তা নেই।

আরও পড়ুন : SRH vs RR: রুদ্ধশ্বাস জয় রাজস্থানের, হারা ম্যাচ জিতিয়ে মাঠেই বিহু নাচলেন রিয়ান, দেখুন ভিডিয়ো

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest