Site icon The News Nest

#IPL 2019: ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে প্রথম চারে উঠে এল কিংস ইলেভেন

punjab2

মোহালি: ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ১২ রানে হারিয়ে লিগ তালিকায় চার নম্বরে উঠে এল কিংস ইলেভেন পঞ্জাব। এদিন প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান তোলে অশ্বিনের দল। জবাবে রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৭০ রানে শেষ করে রাজস্থান। পাঞ্জাবের হয়ে অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন ২৪ রান দিয়ে ২ উইকেট ও মুরুগান অশ্বিন ২৪ রানে ১ উইকেট নেন।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক। শুরুতেই গেইল ঝড় উঠলেও জোফ্রা আর্চার তা থামালেন ৩০ রানে। এরপর অবশ্য লোকেশ রাহুল (৫২), মায়াঙ্ক আগরওয়াল (২৬) এবং ডেভিড মিলারের(৪০) সৌজন্যে বড় রানের দিকে এগোয় পঞ্জাব। আর শেষ দিকে অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন ৪ বলে ১৭ রান করেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে প্রীতির দল। ৩টি উইকেট নেন জোফ্রা আর্চার।

১৮৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বাটলার শুরুতে ঝড় তুললেন। কিন্তু আইপিএল অভিষেকেই বাটলারের উইকেট তুলে নিলেন আর্শদীপ সিং। এরপর রাহুল ত্রিপাঠি এবং সঞ্জু স্যামসন জুটি রাজস্থানকে টানতে থাকেন। ২৭ রানে ফিরে গেলেন সঞ্জু স্যামসন। হাফসেঞ্চুরি করে ফিরলেন রাহুল ত্রিপাঠিও। দুজনকেই ফেরালেন আর অশ্বিন। শূন্য রানে অ্যাস্টোন টার্নারকে ফিরিয়ে দিলেন এম অশ্বিন। ১ রানে আর্চারকে শামি ফিরিয়ে দিলেও স্টুয়ার্ট বিনির ঝোড়ো ইনিংস লড়াইয়ে ফেরায় রাজস্থানকে। রাহানে ২৬ রানে ফিরে গেলেন। আর শেষ ওভারে মাত দিলেন শামি। ১২ রানে ম্যাচ জিতে নিল পঞ্জাব। ২টি করে উইকেট নিলেন শামি, অশ্বিন আর আর্শদীপ সিং।

 

Exit mobile version