Site icon The News Nest

#IPL 2019: বোলারদের দাপট,পঞ্জাবকে হারিয়ে ফের জয়ের রাস্তায় চেন্নাই

PUNJAB VS CHENNAI

চেন্নাই: কাজে এল না লোকেশ রাহুল ও সরফরাজ খানের জোড়া অর্ধশতরান। বোলারদের দুরন্ত পারফরম্যান্সে ভর করে চলতি আইপিএলে চতুর্থ জয় তুলে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ইয়েলো ব্রিগেডের ১৬০ রানের জবাবে ২২ রান দূরে থমকে গেল কিংস ইলেভেনের ইনিংস। সেইসঙ্গে চতুর্থ জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল ধোনিব্রিগেড।

ঘরের মাঠে চিপকে টসে জেতার পুরো সুযোগ নিল চেন্নাই সুপার কিংস। স্লো পিচে আগে ব্যাট করার সুযোগ নিয়ে ৩ উইকেট হারিয়ে ১৬০ রানে শেষ ইনিংস শেষ করলেন মহেন্দ্র সিং ধোনিরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করলেন ফাফ ডু প্লেসি। শেষদিকে ধোনি ৩৭ ও অম্বাতি রায়াডু ২১ রানে অপরাজিত থাকেন।এদিন ইনিংসের শুরু থেকেই ভালো পার্টনারশিপ গড়েন শ্যেন ওয়াটসন ও ফাফ ডু প্লেসি। ওয়াটসন ২৬ করে ফিরে গেলেও ডু প্লেসি ৫৪ রান করে যান। মিডল অর্ডারে সুরেশ রায়না ১৭ করে ফিরলে ধোনি-রায়াডু জুটি ইনিংস শেষ করেন।

পঞ্জাব বোলারদের মধ্যে কেউ সেভাবে ছাপ ফেলতে পারেননি। একমাত্র অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। বাকী বোলারদের মধ্যে মহম্মদ শামি, স্যাম কারান, অ্যান্ড্রু টাই সকলে ব্যর্থ হয়েছেন।

Exit mobile version