Site icon The News Nest

IPL 2019: ওয়ার্নার-বেয়ারস্টোর শতরান,টানা তিন ম্যাচে হার আরসিবির

srh2

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: প্রথম দুই ম্যাচে অর্ধেকটা কাজ করেছিলেন। অর্থাৎ অর্ধশতক করেছিলেন। রবিবার তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ইনিংসের শেষ পর্যন্ত থেকে পুরো কাজটাই সারলেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন উঠে যাওয়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। বেঙ্গালুরুর বিরুদ্ধে অপরাজিত শতক করলেন তিনি। শতরান করলেন ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে নামা জনি বেয়ারস্টোও। তাঁদের দু’জনের যুগলবন্দিতে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিপক্ষের কাছে ২৩২ রানের বিরাট লক্ষ্যমাত্রা রাখে সানরাইজার্স হায়দরাবাদ।এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেললেও জয়ের মুখ দেখেনি বিরাট কোহালির আরসিবি। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১১৮ রানে হার মানতে হল বিরাট-বাহিনীকে। লিগ টেবলে সবার শেষে এখন তারা।
এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের সম্মুখীন হন বিরাট কোহলিরা। পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে ব্যাঙ্গালোর। পার্থিব পটেল (১১), কোহালি (৩), এবি ডিভিলিয়ার্স (১), মঈন আলি (২) — সবাই ব্যর্থ হন। আরসিবি থামে ১১৩ রানে। হায়দরাবাদের হয়ে চার উইকেট মহম্মদ নবির।সন্দীপ শর্মার সংগ্রহ তিনটি উইকেট। আরসিবি ব্যাটসম্যানদের মধ্যে বোঝাপড়ার নামগন্ধ দেখা যায়নি। তিন জন রান আউট হন। এক সময়ে ৩৫ রানে ছ’টি উইকেট চলে যায় আরসিবির। ২০ ওভার কি খেলতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স, এই প্রশ্নই ঘোরাফেরা করছিল তখন। পুরো ২০ ওভার অবশ্য খেলতে পারেনি বিরাটের দল। ১৯.৫ ওভারে শেষ হয়ে যায় আরসিবির যাবতীয় প্রতিরোধ।

Exit mobile version