Site icon The News Nest

#IPL 2019: কোটলার মন্থর উইকেটে ধরাশায়ী দিল্লি, সহজ জয় ওয়ার্নারদের

srh 4.4

নয়াদিল্লি: কোহলির ব্যাঙ্গালোরের পর এবার কী আইপিএল থেকে ক্রমে ফিকে হতে শুরু করল দিল্লি? কোটলায় দিল্লির হতশ্রী ব্যাটিং দেখে প্রশ্ন কিন্তু উঠছেই৷ বৃহস্পতিবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ফের মন্থর উইকেট দেখা গেল। প্রথম থেকেই রান তুলতে সমস্যায় পড়েছিল দিল্লি ক্যাপিটাল্স। একদিক ধরে রেখে যেটুকু রান করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (৪১ বলে ৪৩)। এদিনও বল হাতে দাপালেন নবি-রশিদ। ভালো বল করল গোটা সানরাইজার্সের সব বোলাররাই। ১২৯ রানেই শেষ হল দিল্লি ক্যাপিটাল্সের ইনিংস। ৫ উইকেট ও ৯ বল হাতে থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়ার্নাররা ।

টস জিতে এদিন দিল্লিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সানরাইজার্স অধিনায়ক ভুবনেশ্বর কুমার৷ এরপর কোটলার মাঠে শুধুই হায়দরাবাদ বোলিং দাপট৷ দিল্লির দুই ওপেনার ফিরলেন মাত্র ৩৬ রানের মধ্যে৷ পৃথ্বী ১১ ও ধাওয়ান ১২ রানে উইকেট হারিয়ে বসেন৷

তিন নম্বরে নেমে অধিনায়ক শ্রেয়সের ৪৩ রানের দামি ইনিংস বাদ দিলে দিল্লি দলের বলার মতো কোনও রান নেই৷ ৪১ বল খেলে ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ইনিংস সাজান শ্রেয়স৷ শেষদিকে অক্ষর প্যাটেল ২৩ ও ক্রিস মরিস ১৭ রান জুড়লে স্কোরবোর্ডে ১২৯ রান তোলে ক্যাপিটালস৷ মাত্র ৫ রানে উইকেট হারিয়ে এদিন হতাশ করলেন ঋষভ পন্ত৷ দিল্লি দলের পাঁচ ব্যাটসম্যান এদিন দুই অঙ্কের রানের কোটায় পৌঁছতেই হোঁচট খেয়েছে৷সানরাইজার্সের হয়ে ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল ও মহম্মদ নবি দুটি করে উইকেট পেলেন৷ রশিদ ও সন্দীপ শর্মার সংগ্রহ একটি করে উইকেট৷

Exit mobile version