#IPL 2019: হারের হ্যাটট্রিক কেকেআরের, ডেরায় এসে নাইট বধ সুপার কিংসের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: দিল্লির পর চেন্নাইয়ের বিরুদ্ধেও ঘরের মাঠে বদলা নিতে ব্যর্থ নাইটরা। চিপকে ৭ উইকেটে হারের পর রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে নাইটদের ৫ উইকেটে হারিয়ে দুরন্ত জয় তুলে নিল সুপার কিংস। ১৬২ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে নাটকীয় জয় তুলে নেয় ধোনি অ্যান্ড কোম্পানি।

টস জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন ক্রিস লিন। অপর ওপেনার সুনীল নারিন ২ রানে সাজঘরে ফিরে গেলেন। এরপর ইডেনের বাইশ গজে ইমরান তাহিরের ম্যাজিক। পর পর তুলে নেন নীতিশ রানা(২১), রবিন উথাপ্পা(০) আর আন্দ্রে রাসেলকে (১০)। এদিন ইডেনে রাসেল ঝড় না উঠলেও লিন ঝড় উঠল। ৫১ বলে ৮২ রান করে আউট হলেন ক্রিস লিন। লিন ঝড়ও থামালেন সেই ইমরান তাহিরই। দীনেশ কার্তিক (১৮) আর শুভমান গিল (১৫) এদিন রান পেলেন না। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে কেকেআর। ৪ উইকেট নেন তাহির, ২টি উইকেট নেন শর্দুল ঠাকুর আর একটি উইকেট নেন মিচেল স্যান্টনার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়াটসনের উইকেট হারায় চেন্নাই। কিন্তু বল করার সময় একের পর এক ভুল সিদ্ধান্ত নিলেন কার্তিক। প্রথমেই ম্যাচের তৃতীয় ওভারে আনফিট রাসেলকে বল দিলেন তিনি। ওই ওভারে রাসেল দিলেন ১৬ রান। যখন উইকেটে স্পিন ধরছে, তখন স্পিনারদের অনেক দেরিতে আনলেন কার্তিক। ফলে হাত সেট করার সুযোগ পেলেন দু’প্লেসি, রায়নারা।

তারপরেও স্পিনাররা খেলার মধ্যে ফিরিয়ে আনে কলকাতাকে। দু’প্লেসি, রায়ুডু, কেদার যাদব এমনকী ধোনিও আউট হয়ে যান। কিন্তু তারপরেও ভুল করলেন কার্তিক। প্রথমে প্রসিদ্ধ কৃষ্ণা ও তারপর হ্যারি গার্নিকে বল করালেন। উনিশ তম ওভারে ১৫ রান খেলেন গার্নি। ফলে শেষ ওভারে পীযূষ চাওলার সামনে মাত্র ৮ রান দরকার ছিল চেন্নাইয়ের। দু’বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল চেন্নাই। টি টোয়েন্টির অন্যতম সেরা বোলার কুলদীপ যাদবের এক ওভার থেকেই গেল। কিছুটা বুদ্ধি করে ক্যাপ্টেনসি করলে খেলার ফল হয়তো অন্য হতে পারত।

এ দিনের জয়ের ফলে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে এক পা দিয়ে দিল চেন্নাই। অন্যদিকে পরপর তিন ম্যাচ হেরে চলতি মরসুমে বেশ কিছুটা ধাক্কা খেল কেকেআর। কারণ আইপিএলের সেকেন্ড হাফ শুরু হয়ে গিয়েছে। এখন জয় না আসলে শেষ হয়ে যেতে পারে প্লে অফের আশা। কারণ তিনটে জায়গার জন্য লড়াই করছে ৫টি দল। ফলে পরের ম্যাচ কার্যত ডু-অর-ডাই হয়ে উঠল নাইট রাইডার্সের জন্য।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest