Site icon The News Nest

IPL 2021 : লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান রয়্যালস, জরিমানা সঞ্জুর দলের

RR

আইপিএল-এর ১৪ বছরের ইতিহাসে এমনটা আগে আর একবারই ঘটেছে। শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, আইপিএল ২০২১-এর (IPL 2021) ৩৬তম ম্যাচে, এমনই এক রেকর্ড হল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে, সেই লজ্জার রেকর্ডের ভাগিদার হল রাজস্থান রয়্যালস।

দিল্লি ক্যাপিটালসের ১৫৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন পাওয়ার প্লেতে একটিও বাউন্ডারি মারতে পারেনি রাজস্থান রয়্যালস। পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে আর আর এদিন ৩ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তুলতে পেরেছিল।

আইপিএল তথা টি-টোয়েন্টি ক্রিকেট চার-ছয় মারারই খেলা। সেই খেলার প্রথম ৬ ওভারে একটিও বাউন্ডারি হবে না, সেটাই অবিশ্বাস্য। বস্তুত ১০ বছর পর এই প্রথম কোনও দল পাওয়ার প্লেতে কোনো বাউন্ডারি মারতে পারল না। এর আগে আইপিএলে এই ঘটনা ঘটেছিল ২০১১ সালে। বিব্রতকর রেকর্ডটি করেছিল আইপিএল-এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে সিএসকে ব্যাটাররা পাওয়ার প্লেতে একটিও বাউন্ডারি মারতে পারেননি। ২ উইকেট হারিয়ে প্রথম ৬ ওভারে তারা তুলেছিল মাত্র ১৫ রান।

আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সঞ্জু স্যামসনের দল নেমে গিয়েছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। ৯টি ম্যাচের মধ্যে রাজস্থান এবারের আইপিএলে এখনও অবধি জিতেছে চারটি ম্যাচে, হার পাঁচটিতে। পরের ম্যাচে দলে রদবদলের ইঙ্গিতও দিয়েছেন সঞ্জু স্যামসন। এরই মধ্যে গোটা দল শাস্তির কবলে পড়ল।

Exit mobile version