IPL Live: অনবদ্য ব্যাটসম্যানশিপ রাসেল-কার্তিকের, দিল্লিকে কঠিন টার্গেট কেকেআরের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: হাইভোল্টেজ ম্যাচে দিল্লির ফিরোজ শা কোটলায় মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। আইপিএলের প্রথম দুটি ম্যাচ জিতে কলকাতা শীর্ষ রয়েছে। দিল্লিও ভালো ফর্ম দেখিয়ে একটি ম্যাচে জয় পেয়েছে, অন্যটিতে হেরেছে। টুর্নামেন্টের সবচেয়ে ব্যালান্সড দল কলকাতা দিল্লিকে তাঁদের ঘরের মাঠে হারাতে সক্ষম হয় কিনা সেটাই দেখার।

নির্ধারিত কুড়ি ওভার শেষে দিল্লিকে ১৮৬ রানের কঠিন টার্গেট দিল কেকেআর৷ সৌজন্য ‘হাল্ক রাসেল’-এর মারকুটে ইনিংস৷ দশম ওভারের প্রথম বলে যখন ব্যাটিংয়ে এসেছিলেন নাইটদের স্কোরবোর্ডে তখন ৫৯/৫ রান৷ ১৮তম ওভারে যখন ক্রিজ ছাড়লেন কেকেআরের স্কোরবোর্ডে নিরাপদ ১৫৬/৬৷ ২৮ বলে রাসেলের রাজকীয় ইনিংস ৬২ রানের৷ সঙ্গে অধিনায়ক দীনেশের ব্যাটে এল দুরন্ত পঞ্চাশ৷ নিট ফল, দিল্লির ডাগআউটে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সব ছক তছনছ রাসেল-দীনেশের৷ ম্যাচ জিততে পন্তদের করতে হবে ১৮৬ রান৷

সৌরভ ভার্সেস শাহরুখ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের৷ চোটের জন্য কোটলায় নেই নাইট স্পিনার সুনীল নারিন৷ পরিবর্তে কেকেআর দলে এসেছেন নিখিল নায়েক৷ চেন্নাই ম্যাচের দলে বেশ কয়েকটি পরিবর্তন করেছে দিল্লি৷

কোটলায় টস জিতে দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘চেন্নাই ম্যাচের ভুল করতে চাই না৷ সুতরাং প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত৷’ মুম্বইয়ে গিয়ে রোহিতদের হারিয়ে এলে ঘরের মাঠে ধোনিদের কাছে হেরেছে দিল্লি৷ অন্য দিকে ঘরের মাঠে প্রথম দু’টি ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে থেকে দিল্লি জয়ের লক্ষ্যে নামছে কিং খানের কেকেআর৷

কেকেআর: ক্রিস লিন, নিখিল নায়েক, নীতিশ রানা, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক (ক্যাপ্টেন), শুভমন গিল, আন্দ্রে রাসেল, পীষুষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা ও লকি ফার্গুসন৷

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), ঋষভ পন্ত, কনিন ইনগ্রাম, হনুমা বিহারী, ক্রিস মরিস, অমিত মিশ্র, সন্দীপ লামিছানে, কাগিসো রাবাদা ও হর্ষল প্যাটেল৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest