IPL Live: ১৪ ওভার শেষে কেকেআর ১৪৬/২

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: আইপিএল ২০১৯-এর চতুর্থ দিনে টুর্নামেন্টের ষষ্ঠ দিনে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব। দুই দলই নিজেদের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ জিতেছে। তবে দুই দলের দ্বৈরথে ইতিহাস কেকেআর-এর পক্ষে রয়েছে। ২৩ ম্যাচের মধ্যে ১৫টিতেই কলকাতার দল জয়ী হয়েছে। ইডেনেও দুই দলের ১০ ম্যাচে কেকেআর জিতেছে ৭ বার।

তবে গত আইপিএল-এ এই ম্যাচে ডার্কওয়ার্থলুইস পদ্ধতিতে জিতেছিল পঞ্জাবের দলই। কালবৈশাখি আক্রান্ত ম্যাচে, লোকেশ রাহুল (২৭ বলে ৬০) ও ক্রিস গেইল (৩৮ বলে ৬২*)-এর ঝড়ে উড়ে গিয়েছিল কেকেআর। এবারও প্রথম ম্যাচেই দুর্দান্ত ফর্মের পরিচয় দিয়েছেন গেইল। তবে তার যোগ্য জবাব হিসেবে কলকাতার দলেও রয়েছেন আরেক জামাইকান আন্দ্রে রাসেল।

ইডেন বেল বাজিয়ে ম্যাচের সূচনা করেন আগের ম্যাচের নায়ক রাসেল৷
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক রবিচন্দন অশ্বিনের৷ নাইটদের এদিন কোনও পরিবর্তন হয়নি৷ সানরাইজার্স ম্যাচের দলই অপরিবর্তিত রেখেছে কার্তিক অ্যান্ড কোং৷ তবে আগের ম্যাচের দলে বেশ কয়েকটি পরিবর্তন করেছে কিংস ইলেভেন৷
আইপিএলে ১০০ ম্যাচ খেলতে নামছেন নাইট স্পিনার সুনীল নারিন৷ তাও আবার তাঁর প্রিয় প্রতিপক্ষের বিরুদ্ধে৷ কারণ আইপিএল বল ও ব্যাট হাতে সেরা পারফরম্যান্স এই কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধেই৷ আইপিএল নারিনের সেরা বোলিং ১৬ রানে পাঁচ উইকেট এবং সর্বোচ্চ স্কোর ৭৫ রান এসেছে কিংস ইলেভেনের বিরুদ্ধেই৷

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest