Site icon The News Nest

মসজিদে দলবদ্ধভাবে নামাজ পড়ার অনুমতি দিল ইতালি

ওয়েব ডেস্ক: শর্ত সাপেক্ষে মসজিদে একসঙ্গে নামাজ আদায় করার অনুমোদন মিলেছে। এ দফায় একসঙ্গে ২০০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন।করোনা–বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে সেই আগের কর্মচাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে ইতালি। দীর্ঘ দুই মাস পর সরকারের দ্বিতীয় ধাপে ঘোষণার পর দোকানপাট খুলতে শুরু করেছে।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় ‘বন্ধু’ মোদির পাশে ট্রাম্প, ভারতকে ভেন্টিলেটর দেবে আমেরিকা

মসজিদে অবশ্যই একজন অন্যজন থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। মসজিদগুলোতে নিরাপত্তার স্বার্থে অবশ্যই মাস্ক ব্যবহার করে প্রবেশ করতে হবে।

দোকানপাট খোলার পর এবার ১৮ মে থেকে মসজিদে নামাজ পড়ার জন্য সরকার অনুমতি দিয়েছে। শর্ত সাপেক্ষে এসব মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। এ দফায় একসঙ্গে ২০০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন।

ইতোমধ্যে ইতালিতে ছোট ছোট প্রতিষ্ঠান ৪ মে থেকে খুলে দেওয়া হয়। ফলে রাস্তায় এখন অনেক মানুষের চলাচল দেখা যায়। পাবলিক বাসগুলোও আগের তুলনায় অহরহ পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে (ফেস ২) এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেন। তবে এখনো নিয়ম মেনেই সবকিছু পরিচালনা করতে হচ্ছে সবাইকে।

আরও পড়ুন: সৌদি আরবে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মক্কাতেই!

Exit mobile version