CORONAVIRUS: লন্ডন থেকে কলকাতায় ফিরেই আইসোলেশনে জিত- মিমি সহ টিম বাজি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: বাজির শ্যুটিং মাঝপথেই বাতিল করে বুধবার সকালে লন্ডন থেকে কলকাতায় ফিরলেন জিত-মিমি সহ গোটা শ্যুটিং ইউনিট। গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দন থেকে তড়িঘড়ি দেশের উদ্দেশ্যে রওনা দেয় বাজির টিম। দুবাই হয়ে এদিন সকালে শহর কলকাতায় হাজির হলেন জিত-মিমি-বিশ্বনাথ বসু, ছবির পরিচালক অংশুমান প্রত্যুষরা। কলকাতায় ফিরেই তাঁরা জানান আগামী কয়েকদিন বাড়িতেই স্বেচ্ছা আইসোলেশনে থাকবেন তাঁরা। এমনকি পরিবারের লোকজনের সঙ্গেও দেখা করবেন না জিত-মিমিরা।

আরও পড়ুন: Coronavirus: জেনে নিন প্রকোপ এড়াতে কী দিয়ে ও কীভাবে হাত ধোবেন?

এ দিন মিমি বলেন, “দেশের মানুষ আমায় নিয়ে এত চিন্তা করছিলেন যে আমি নিজেই নিজেকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি একদম ঠিক আছি। চিন্তা করার কিছু নেই। কড়া সতর্কতায় নিজেকে মুড়ে ফেলেছিলাম।” পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীদেরকেও সাবধানে থাকার পরামর্শ দিলেন অভিনেত্রী সাংসদ৷ এদিন এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা জিত বলেন, ওখানে কোনও অসুবিধা ছিল না, কিন্তু সরকার থেকে একটা নির্দেশ পৌঁছায় যে সবাইকে নিজের ঘরে ফিরে আসতে হবে। তাই সবার সুরক্ষার কথা মাথায় রেখে আমরা ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। সবাই সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। সবার আগে পৃথিবীটা সুস্থ হোক, বাকি জিনিসগুলো তো চলতেই থাকবে’।

Gmail 4

 

 

 

 

আরও পড়ুন: করোনা প্রতিরোধে এবার মোবাইল বিধিও জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(‘হু’)

এই মুহূর্তে টলিউডের আর একটা ছবির ইউনিটও শ্যুটিং করছে বিদেশে। কাকাবাবু সিরিজের তৃতীয় ছবির শ্যুটিংয়ের জন্য আফ্রিকায় রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। বৃহস্পতিবারের মধ্যে তাঁদেরও দেশে ফিরে আসার কথা। এদিকে করোনা আতঙ্কের মাঝে আপাতত টলিপাড়ায় সব সিনেমা ও সিরিয়ালের শ্যুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

https://www.instagram.com/p/B9y2Fe6g-6d/

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest