WB Primary Teacher Jobs: শতাধিক শিক্ষক নিয়োগ, জেনে নিন বিস্তারিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পশিমবঙ্গ মিউনিসিপালিটি সার্ভিস কমিশন-এর মাধ্যমে প্রাথমিকে শতাধিক ইংরেজি, হিন্দি ও উর্দু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশিমবঙ্গ সরকার। আবেদনের শেষ তারিখ ৩১ অগস্ট।

শূন্য পদ ও যোগ্যতা:

১. ইংরাজি শিক্ষক

শূন্যপদ: ১৪৯ টি

শিক্ষাগত যোগ্যতা: ১) পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল থেকে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ। জাতীয় শিক্ষক শিক্ষাব্যবস্থার (NCTE) দ্বারা যথাযথ ভাবে অনুমোদিত প্রাথমিক শিক্ষায় ০২ বছরের ডিপ্লোমা।

অথবা

ক) পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের অধীনে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং ০৪ বছরের বি এল এড।

অথবা

খ) পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের অধীনে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস এবং এডুকেশন এ ডিপ্লোমা (বিশেষ শিক্ষা)।

অথবা

গ) স্নাতক এবং প্রাথমিক শিক্ষায় ০২ বছরের ডিপ্লোমা l

ঘ) প্রার্থীর উচ্চমাধ্যমিক বা ইংরেজিতে অনার্স বা ইংরেজিতে এমএ পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই প্রথম ভাষা হিসাবে ইংরেজি থাকতে হবে।

ঙ) প্রার্থীকে অবশ্যই শিক্ষকের যোগ্যতা পরীক্ষা (টেট ) পাশ  (রাজ্য / কেন্দ্রীয় বোর্ড) হতে হবে।

আরও পড়ুন:

২. হিন্দি শিক্ষক

শূন্যপদ: ১৯ টি।

শিক্ষাগত যোগ্যতা: ১) পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের অধীনে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস এবং জাতীয় শিক্ষক শিক্ষাব্যবস্থার (এনসিটিই) দ্বারা যথাযথভাবে অনুমোদিত প্রাথমিক শিক্ষায় ২ বছরের ডিপ্লোমা ।

অথবা

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের অধীনে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং ০৪ বছরের বিএল.এড ।

অথবা

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের অধীনে কমপক্ষে ৫০% নম্বর-সহ উচ্চ মাধ্যমিক পাশ বা এবং এডুকেশনে ডিপ্লোমা (বিশেষ শিক্ষা)।

অথবা

স্নাতক এবং প্রাথমিক শিক্ষায় ০২ বছরের ডিপ্লোমা।

প্রার্থীকে অবশ্যই শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টিইটি) যোগ্য (রাজ্য / কেন্দ্রীয়) হতে হবে।

 

৩. উর্দু শিক্ষক

শূন্যপদের সংখ্যা: ৩৩ টি।

শিক্ষাগত যোগ্যতা: ১) পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের অধীনে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং জাতীয় শিক্ষক শিক্ষাব্যবস্থার (এনসিটিই) দ্বারা যথাযথভাবে অনুমোদিত প্রাথমিক শিক্ষায় ০২ বছরের ডিপ্লোমা।

অথবা

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের অধীনে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং বি এল এড ডিগ্রি।

অথবা

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের অধীনে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং এডুকেশনে ডিপ্লোমা (বিশেষ শিক্ষা)।

অথবা

স্নাতক এবং প্রাথমিক শিক্ষায় ০২ বছরের ডিপ্লোমা।

প্রার্থীকে অবশ্যই শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টিইটি) যোগ্য (রাজ্য / কেন্দ্রীয়) হতে হবে।

বয়সসীমা:

০১/০১/২০২০ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে OBC এর ক্ষেত্রে ৩ বছর ও SC/ST ক্ষেত্রে ৫ বছর বয়সসীমায় ছাড় দেওয়া হচ্ছে। PWD প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগের জন্য বয়সের উচ্চসীমা ৪৫ বছর।

শূন্যপদগুলি কলকাতা পৌর নিগমের  (KMC) অধীনে।

পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

প্রার্থী বাছাই: নিয়োগের পদ্ধতি এবং সিলেবাস পরবর্তী সময়ে অফিশিয়াল ওয়েবসাইট-এ জানানো হবে

বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ পৌর পরিষেবা কমিশনের (WBMSC) অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb .org এ চোখ রাখুন।

আবেদন ফি:

প্রার্থীদের ২২০ টাকা দিতে হবে।  SC/ST এবং PH প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০টাকা। ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করে অনলাইন আবেদন ফরম জমা দেওয়ার সময় অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে বা ব্যাঙ্কের মাধ্যমে প্রদান করা যেতে পারে।

অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩১/০৮/২০২০।

আরও পড়ুন:

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest