লকডাউনে মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ময়ূর! ছবি শেয়ার করলেন জুহি চাওলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই:মুম্বইয়ের বসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়েছে ময়ূর। মুম্বইয়ের বাবুলনাথ এলাকার খারেঘাট কলোনির এমনই একটি সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী জুহি চাওলা। জুুহির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর বাড়ির ছাদেও এসে বসেছে ময়ূর।

জুহির পোস্ট করা এই ছবিটির নিচে অনেকেই মজা করে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন,”ওরা খুঁজতে বেরিয়েছে মানুষরা সব কোথায় গেল? ”।কেউ আবার লিখেছেন ওরা ভাবছে ”দু-পা যুক্তি বাঁদরগুলো সব কোথায়?” কেউ আবার লিখেছেন, ”মানুষ যখন ভাইরাস হয়ে ওঠে তখন করোনাই হল ভ্যাকসিন।”

আরও পড়ুন: লকডাউনের পর জনগণের ঘোরাফেরা ও সংক্রমণ রুখতে আগাম ছক করুন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর

করোনা মোকাবিলায়র জেরে মানুষজন ঘরেই থাকছে, তাই প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বন্য পশু-পাখিরা। শুধু মুম্বই নয় দেশ এবং দুনিয়ার অনেকপ্রান্তেই এই ছবি ধরা পড়েছে। হরিদ্বারের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে হরিণকে। সাত সমুদ্র পারে করোনা বিধস্ত স্পেনের বার্সেলোনায় বন্য ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে জাপানের মেট্রো স্টেশনে সিকা প্রজাতির হরিণের দেখা মিলেছে। সমুদ্র সৈকতগুলোতে ভিড় জমাতে দেখা গেছে কচ্ছপদের।

প্রসঙ্গত মার্চ মাসে ছুটি কাটাতে সপরিবারে অস্ট্রিয়া গিয়েছিলেন জুহি চাওলা। কিন্তু করোনার জেরে ইউরোপের পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠে। ২০ মার্চ দেশে ফেরেন অভিনেত্রী। তারপর থেকে বাড়িতেই কোয়ারেন্টাইনেই রয়েছেন জুহি চাওয়ালা ও তাঁর পরিবার।

আরও পড়ুন: আগামীকাল সকালে ন’টায় দেশবাসীকে বার্তা দেবেন নমো, তুঙ্গে কৌতূহল

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest