Site icon The News Nest

খুলল কালীঘাট মন্দির, ফুল, মালা, মিষ্টি নিষিদ্ধ এখনও

The News Nest: লকডাউনের জেরে ১০০ দিন বন্ধ থাকার পর বুধবার খুলল কালীঘাট মন্দির। এদিন থেকে মন্দিরে সাধারণ মানুষকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। তবে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না কেউ। ১০ ফুট দূর থেকে দিতে হবে পুজো। 

আরও পড়ুন : কলকাতায় ২ দিন বাড়ির ফ্রিজেই পড়ে রইল করোনায় মৃতের দেহ!

লকডাউনের মধ্যে অন্য সমস্ত মন্দিরের মতো বন্ধ ছিল কালীঘাট মন্দিরও। আনলক ওয়ানে পশ্চিমবঙ্গে একাধিক ধর্মস্থানের দরজা খুললেও কালীঘাট মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য বন্ধ ছিল। বুধবার সেই দরজা উন্মুক্ত হল, তবে একগুচ্ছ বিধিনিষেধ মেনে। 

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রোজ সকাল ৬টা থেকে বেলা ১২টা ও বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। মন্দিরে প্রবেশ ও প্রস্থানের গেটও নির্দিষ্ট করা হয়েছে। মন্দিরে ঢুকতে হবে ২ নম্বর গেট দিয়ে। ৪ নম্বর গেট দিয়ে বেরোতে হবে ভক্তদের।

 মানতে হবে বেশ কিছু বিধি-নিষেধ

১. মন্দিরের ভিতরে মাস্ক পরা বাধ্যতামূলক।

২. একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করা যাবে না।

৩. সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলা বাধ্যতামূলক।

৪. মন্দিরের মধ্যে মিষ্টি, ফুল, মালা নিয়ে প্রবেশ করা যাবে না।

৫. জোড়বাংলো পর্যন্ত ঢুকতে পারবেন ভক্তরা। সেখান থেকেই প্রণাম সেরে বিদায় নিতে হবে। 

৬. ৫ মিনিটের বেশি মন্দিরের ভিতরে থাকার অনুমতি মিলবে না। 

৭. মন্দিরে ঢোকার আগে থার্মাল স্ক্যানার দিয়ে দেহের তামপাত্রা মাপা হবে।

মন্দির খোলার আগে গোটা চত্বর জীবাণুমুক্ত করেছে কর্তৃপক্ষ। নিয়মিত সেই কাজ চলবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন : কাটোয়া হাসপাতালের ভিতরে মহিলার সঙ্গে যৌনতায় লিপ্ত ডেপুটি সুপার! ফাঁস হতেই আত্মহত্যার চেষ্টা

Exit mobile version