করোনাকালে ইউটিউবে ফিজিক্স ক্লাস জুয়েল স্যারের, দিন দিন বাড়ছে পড়ুয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাড়ছে করোনা সংক্ৰমণ। চলছে আনলক প্রক্রিয়া। স্কুলে শিক্ষকরা যাচ্ছেন নির্ধারিত দিনে। প্রতিদিন নয়। পড়ুয়ারা আগের মতই ঘরে দিন কাটাচ্ছে। গোটা বিশ্বের এমন স্বেচ্ছা নির্বাসন আগে দেখেনি কেউ। এসববের মাঝে শিক্ষক কামরুজ্জামান ওরফে জুয়েল স্যার তাঁর পড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন সেই লকডাউনের সময় থেকেই। বিরতিহীনভাবে সেই কাজ আজও করে চলেছেন তিনি।  বিশেয করে ২০২১-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই উদ্যোগ নিয়েছেন জুয়েল স্যার। পড়াচ্ছেন ইউটিউবে।এখনও পর্যন্ত ১২৫ টিরও ভিডিও তিনি প্রকাশ করেছেন।

 

আরও পড়ুন : দেশে করোনা ভ্যাকসিনের দাম হবে ২২৫ টাকা! ‘সিরাম’কে বিপুল অর্থ সাহায্য বিল গেটসের

বর্ধমানের কাজিরহাটের বাসিন্দা শিক্ষক কামরুজ্জামান চৌধুরী ফিজিক্স পড়ুয়াদের কাছে একটি জনপ্রিয় নাম। ইউটিউবে পড়ানোর দৌলতে এখন তাঁর কাছ থেকে পড়ার সুযোগ পাচ্ছে বহু দূরের পড়ুয়ারাও । একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তিনি ফিজিক্স পড়াতে শুরু করেছিলেন সেই লকডাউনের গোড়ার দিকেই। পরে তিনি দশম শ্রেণীর পড়ুয়াদেরও পদার্থবিদ্যা পড়াতে শুরু করেন। সবটাই নিজের উদ্যোগে। পার্থিব কোনো প্রত্যাশা না রেখে।

ক্লাসগুলিকে যথাসম্ভব কম্প্যাক্ট করেছেন তিনি। মোটামুটি ২০-২৫ মিনিটের ক্লাস। কেবল লেকচার নয়। প্রতি চ্যাপ্টার জুয়েল স্যার পড়ান পড়ুয়াদের সার্বিক কল্যাণের কথা মাথায় রেখে। কেবল ভারী ভারী কথা বলে গেলে হবে না। ফিজিক্স যেমন শেখাতে হবে, তেমনি শেখাতে হবে পরীক্ষাতে কিভাবে সঠিক উত্তর দিয়ে আসতে হয়। তার জন্য একটা চ্যাপ্টার থেকে সম্ভাব্য যা যা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তা জুয়েল স্যার আগেই প্র্যাকটিস করিয়ে দেন।

দিন দিন ইউটিউবেও তাঁর পড়ুয়া সংখ্যা বাড়ছে। কবে সবকিছু আগের মত স্বাভাবিক হবে তা বলতে পারছে না কেউই। তাই পড়ুয়াদের আপাতত এইভাবেই চালিয়ে যেতে হবে পড়াশুনা। শিক্ষকদের পড়ানোর সীমানা দিন দিন বেড়ে যাবে। তবে স্বতঃপ্রণোদিত হয়ে পড়ুয়াদের কথা ভেবে যারা এই কাজ শুরু করেছেন তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। জুয়েল স্যার তাঁদেরই একজন।

আরও পড়ুন : দেশে করোনা ভ্যাকসিনের দাম হবে ২২৫ টাকা! ‘সিরাম’কে বিপুল অর্থ সাহায্য বিল গেটসের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest