Site icon The News Nest

এই পরিবেশে ভারত-পাক ক্রিকেট! শোয়েবের প্রস্তাব উড়িয়ে দিলেন কপিল

kapil

ওয়েব ডেস্ক: করোনা ত্রাণে তহবিল গড়তে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। কিন্তু সেই প্রস্তাবে একেবারেই সায় নেই প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের। শোয়েবের প্রস্তাবকে ক্লিন বোল্ড করে তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের টাকার দরকার নেই।

ওয়েব ডেস্ক: বেসরকারি ল্যাবেও বিনামূল্যে করোনা পরীক্ষা করতে হবে, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

করোনা-আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। সেই সিরিজ থেকে যে অর্থ উঠবে তা দিয়ে আক্রান্ত মানুষদের সাহায্য করার প্রস্তাবও দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা। শোয়েব বলেছেন, ভারত-পাকিস্তানে করোনায় প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। অনেক ক্ষতির মুখে পড়তে হবে দু’দেশকেই। তাই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দু’দেশের মধ্যে ম্যাচ করিয়ে যে অর্থ তোলা যাবে, তা দু’দেশের ত্রাণ তহবিলে ভাগ করে জমা করা যেতে পারে। তবে অবশ্যই সিরিজ দর্শকশূন্য মাঠে করা উচিত বলেও তিনি জানিয়েছেন।

ওয়েব ডেস্ক: ‘মাসাকলি’ ২.০ নিয়ে ক্ষুদ্ধ এ আর রহমান,বললেন- ‘আপনার কানের ক্ষতি হতে পারে’

শোয়েবের এমন প্রস্তাবকে উড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেন, ‘‘শোয়েব ওর নিজের মতামত দিয়েছে। তবে আমাদের টাকা তোলার কোনও দরকার নেই। আমাদের অনেক টাকা আছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় বিসিসিআই ৫১ কোটি টাকা দিয়েছে। প্রয়োজন হলে আরও দেবে বোর্ড। ম্যাচ খেলে টাকা তোলার কোনও দরকার রয়েছে বলে মনে করি না।’’

কপিল আরও বলেছেন, “পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, এমন নয়। এর মধ্যে ক্রিকেটারদের নামিয়ে তাঁদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার কোনও প্রয়োজন নেই। আর তিনটে ম্যাচ করে কত টাকা পাওয়া যাবে? আমার মতে, আগামী পাঁচ-ছ’ মাস ক্রিকেটের কথা ভাবাই উচিত নয়।’’

ওয়েব ডেস্ক: ১৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য চালু হতে পারে দূরপাল্লার ট্রেন!

Exit mobile version