120 pairs from Monday to Friday, last metro at 9pm, check out the schedule

সোম থেকে শুক্র দিনে ১২০ জোড়া, শেষ মেট্রো রাত ৯টায়, দেখে নিন সময়সূচি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাত ৮টা নয়, বরং কবি সুভাষ এবং দমদম থেকে রাত ৯টায় ছাড়বে শেষ মেট্রো৷ দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮.৪৮ মিনিটে৷ এ দিন মেট্রো রেলের তরফে ফের নতুন বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে৷ নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৬ অগাস্ট সোম থেকে শুক্র  দিনে আপ এবং ডাউন মিলিয়ে ২৪০টি ট্রেন চালানো হবে৷

আগামী সোমবার থেকে রাতের দিকে আরও এক ঘণ্টা বাড়ানো হল মেট্রো পরিষেবা। বৃহস্পতিবারই ৩১ অগস্ট পর্যন্ত কোভিডবিধি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে বিধিনিষেধও আরও কিছুটা শিথিল করা হয়েছে। আর তার পরই এই সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি কর্মী

মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে রাত আটটার পরিবর্তে শেষ মেট্রো ছাড়়বে রাত ন’টায়। তবে শুধু মাত্র উত্তর-দক্ষিণ মেট্রো শাখার ক্ষেত্রেই প্রযোজ্য নতুন নিয়ম। পূর্ব-পশ্চিম শাখা নিয়ে এখনও কিছু জানানো হয়নি মেট্রো কর্তৃপক্ষের তরফে।

সকালে মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিতই থাকছে৷ দমদম, কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে সকাল সাড়ে ৭ টায় মিলবে প্রথম মেট্রো৷ গত বুধবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, আজ শুক্রবার থেকে দৈনিক ট্রেনের সংখ্যা বাড়িয়ে ২২৮টি করা হবে৷ ব্যস্ত সময়ে পাঁচ মিনিট অন্তর মিলবে মেট্রো৷ সোম থেকে শুক্রবারের মধ্যে এই পরিষেবা মিলবে৷

মেট্রোর তরফে এ দিন আরও জানানো হয়েছে, রবিবার মেট্রো পরিষেবা মিলবে না৷ শনিবারও স্টাফ স্পেশ্যাল হিসেবে ১০৪টি ট্রেন চালানো হবে৷ শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১.৩০টা এবং বিকেল ৩.৩০ থেকে ৭.১৫ পর্যন্ত পরিষেবা মিলবে৷

আরও পড়ুন: সোমবার থেকে কলকাতায় নয়া নিয়মে টিকাকরণ, বিজ্ঞপ্তি জারি পুরসভার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest