A devastating fire at a clothing store in Newmarket

নিউমার্কেটে কাপড়ের দোকানে বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষতির আশঙ্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভোরের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। নিউ মার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে আগুন লাগে। সেখান থেকে পাশের কয়েকটি দোকানও আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ওই দোকান ঘরগুলির ওপরের ফ্ল্যাট থেকে সরানো হয় বাসিন্দাদের। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। তবে কী থেকে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে আচমকা ধোঁয়া ছড়িয়ে পড়ে নিউমার্কেট (New Market) চত্বরে। ভোররাত হওয়ায় লোকজন বিশেষ ছিলেন না। ফলে বিষয়টি জানাজানি হতে খানিকটা সময় লেগেছিল। পরে বোঝা যায়, নিউমার্কেটের একটি কাপড়ের দোকানে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌছয় পাঁচটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়াতে থাকে আগুন। আশে পাশের দোকানেও আগুন ধরে যায়। সেই দোকানগুলিতে মজুত ছিল দাহ্য পদার্থ। ফলে বিরাট আকার নেয় লেলিহান শিখা।

ওই দোকানের উপরে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। বিপদ আশঙ্কা করে তড়িঘড়ি সেখানকার বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্কে স্থানীয়রা। প্রচুর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিকেল পর্যন্ত আগুন নেভানোর কাজ জারি রয়েছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। যে দোকানে আগুন লেগেছে সেই দোকানের ভিতরে প্রবেশ করতে পেরেছে দমকলকর্মীরা। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এখন কুলিংয়ের কাজ চলছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest