Abhishek Banerjee shares a selfie from Newyork

Abhishek Banerjee: নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে অভিষেকের সেলফি, ভাইরাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চোখে রোদ চশমা। পিঠে কালো লেদার ব্যাকপ্যাক। নিউইয়র্কের  টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে মূলত সাদা রঙের পাজামা-পঞ্জাবিতেই দেখা যায়। মাঝে মধ্যে তাঁর পরনে থাকে কালো রঙের টি-শার্ট। বিদেশের মাটিতে একেবারে ভোলবদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

চোখে রোদচশমা, পরনে টি-শার্ট, ক্লিন-শেভড মুখ, পিঠে ব্যাকপ্যাক— নিউইয়র্কের রাস্তায় এ ভাবেই যেন ‘ডে আউট’ করতে বেরিয়েছেন তৃণমূল সাংসদ।

চোখের চিকিৎসা করাতে এখন বিদেশে অভিষেক। ২৬ জুলাই কলকাতা থেকে দুবাই রওনা দেন তিনি। তবে, ছবিটি দেখে নেটিজেনদের অনুমান অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন তৃণমূল সাংসদ। ছবিটি কবে তোলা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।

এদিকে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্য়ায়। ঘড়িতে তখন সাড়ে এগারোটা। এদিন সকালে চাঁপাডাঙা হয়ে তারকেশ্বরে মন্দিরে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কু্ণ্ডু-সহ কাউন্সিলর। মন্দির চত্বরে ছিল কড়া পুলিসি নিরাপত্তা। দুধ পুকুরে হাত-পা ধুয়ে গর্ভগৃহের বাইরে থেকেই পুজো দেন রুজিরা।

মন্দিরের বিভিন্ন চত্বর ঘুরে বেলা ১২টায় সেখান থেকে বেরিয়ে যান অভিষেক-ঘরনি। স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, পরিবারের মঙ্গলকামনা করে পুজো দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী।

২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে উদ্ধার করা হয়েছিল অচৈতন্য অবস্থায়। সেই দুর্ঘটনায় চোখে আঘাত পেয়েছিলেন অভিষেক। তারই চিকিৎসা করতে বিদেশে গিয়েছেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest