এর আগে দলের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা জয় ব্যানার্জি। দলত্যাগ নিয়েও জল্পনা চলছিল। এর মধ্যেই সেই জল্পনা সত্যি হতে চলেছে। জানা যাচ্ছে, শনিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে দেখা করবেন তিনি।
ঠিক কী বলেছেন জয় বন্দ্যোপাধ্যায়? এদিন বিষয়টি নিয়ে জানতে চাইলে জয় বলেন, ‘বিজেপির বাঙালি বিরোধী অবস্থান দেখেই সরে যাচ্ছি। বাঙালি বিরোধী অবস্থান নিয়েই চলেছে বিজেপি সরকার। তার প্রতিবাদ করেই দল ছেড়েছি। আমি সুব্রত বক্সীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। বাংলার ভাল চায়, বাংলার সঙ্গে আত্মিক যোগ রয়েছে, এমন কোনও রাজনৈতিক দল আমাকে যোগদানের প্রস্তাব দিলে আমি অবশ্যই সেখানে যোগ দেব।’
আরও পড়ুন: নারী ও অর্থের রোগ না সারালে বাংলায় বিজেপির মৃত্যু আসন্ন, ফের নেতৃত্বকে বিঁধলেন তথাগত
কিছুদিন আগে তিনি বলেছিলেন, বহু নেতা–কর্মী আমার দিকে তাকিয়ে আছেন। যাঁদের আমি দিশা দেখাতে পারছি না। কারণ দলের কোনও দিশা নেই। এই পরিস্থিতিতে দলে থেকে আমার লাভ কি! সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বিজেপি নেতা জয়। যদি সব ঠিক থাকে তাহলে চার পুরসভার নির্বাচনের আগে ধাক্কা খেতে চলেছে বিজেপি।
প্রসঙ্গত, ২০০৯-’১০ সাল থেকে তৃণমূলের মঞ্চে দেখা গেলেও ২০১৪ সালের লোকসভা ভোটের আগে জয় আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগ দেন। বীরভূমে বিজেপির প্রার্থী হন এবং পরাজিত হন। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতির সদস্যও ছিলেন। ২০১৬ সালে জয় বন্দ্যোপাধ্যায় সিউড়ি বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে পরাজিত হন। ২০১৯ সালে উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে পরাজিত হন। একুশের নির্বাচনে টিকিট পাননি।
আরও পড়ুন: Jago Bangla: ‘এমন রাজ্যপালের দেখা ভূ-ভারতে মিলবে না’, তৃণমূলের মুখপত্রে তীব্র কটাক্ষ ধনখড়কে