‘দিদির সহযোদ্ধা হতে’ তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, ইম্পা প্রধান পিয়া সেনগুপ্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একুশের নির্বাচনের দামামা এখনও বাজেনি সরকারি ভাবে। কিন্তু তার আগেই রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলায়। এবারের নির্বাচনে যেমন রয়েছে তৃণমূলের মাটি ধরে রাখার প্রেস্টিজ ফাইট, তেমনই বিজেপির চ্যালেঞ্জ বাংলায় পদ্ম ফোটানো।

এই আবহেই সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন অভিনেত্রী কৌশানি মুখার্জি (Koushani Mukherjee) ও পিয়া সেনগুপ্ত (Piya Sengupta)। রবিবার অল ইন্ডিয়া তৃণমূল- কংগ্রেসের (All India Trinamool Congress) তরফ থেকে আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ,তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ।কৌশানী ও পিয়ার হাতে তুলে দেওয়া হল তৃণমূল- কংগ্রেস দলের পতাকা।

তৃণমূলে যোগ দিয়ে এদিন কৌশানী বলেন, ‘‌এখন যা টালমাটাল অবস্থা, আমার মনে হল এটাই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। ছোট থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। আমার গোটা পরিবার তৃণমূল দলটিকেই অনুসরণ করে। তাই তৃণমূলের কাণ্ডারী হয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের যজ্ঞে সামিল হওয়া আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমি চাই আমায় দেখে অনেক তরুণ–তরুণী অনুপ্রাণিত হোক। তাঁরাও এগিয়ে আসুক।’‌

আরও পড়ুন: মন্ত্রিত্বে ইস্তফা দিয়ে বেরিয়ে রাজভবন চত্বরেই কান্নায় ভেঙে পড়লেন রাজীব

জনপ্রিয় অভিনেত্রী আরও বলেন, ‌‘‌আমার প্রথম ছবি ‘‌পারব না আমি ছাড়তে তোকে’‌। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে পারব না আমি। আমি অভিনেত্রী হিসেবে যতটুকু পেরেছি সাধারণ মানুষের জন্য কাজ করেছি। দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আরও মানুষের জন্য কাজ করতে চাই।’‌

পরিচালক অনুপ সেনগুপ্তর স্ত্রী ও প্রয়াত অভিনেতা সুখেন দাসের মেয়ে পিয়া সেনগুপ্ত এদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে বলেন, ‌‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তাঁর সবার পাশে থাকাকে দেখে আজ তৃণমূলে যোগ দিলাম। সমস্ত কর্মীদের সঙ্গে আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার অঙ্গীকার আমার রইল। আর তার জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি লড়াই করব।’‌

শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’‌ স্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অপমানিত হয়েছিলেন সেই প্রসঙ্গও এদিন তুলে ধরেন পিয়া। তিনি বলেন, ‘‌যে ভাবে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে তার প্রতিবাদ, ধিক্কার জানাচ্ছি।’‌ একইসঙ্গে যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‌অভিষেকের নাম অনেক মন্তব্য শুনি। আসলে যে কাজ করে তাঁরই সমালোচনা হয়।’‌

প্রসঙ্গত পিয়া সেনগুপ্ত ও অনুপ সেনগুপ্ত ছেলে অভিনেতা বনির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন কৌশানি। হবু শাশুড়ি- বৌমা একইসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রবিবার।

আরও পড়ুন: বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী অরূপ রায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest