After going to Delhi, Dhankhar had a meeting with Modi at the Parliament House

দিল্লি গিয়েই সংসদ ভবনে মোদীর সঙ্গে বৈঠকে ধনখড়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন তিনি। বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁদের দু’জনের মধ্যে কিছুক্ষণ একান্তে আলোচনাও হয়।সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মোদীর সঙ্গে বৈঠকের পর ধনখড় বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।’’

মঙ্গলবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর দু’দিনের সফরে দিল্লি রওনা হয়েছিলেন ধনখড়। এর পরেই তাঁর এই সফরের ‘উদ্দেশ্য’ নিয়ে জল্পনা শুরু হয়। রাজভবন সূত্রের খবর, দিল্লি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও ধনখড় দেখা করতে পারেন।

আরও পড়ুন : কেবল বাংলায় নয়, ত্রিপুরাতেও ‘খেলা হবে দিবস’ পালন করবে তৃণমূল

এর আগে গত ১৭ জুলাই দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল। রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে সে সময় ধারাবাহিক ভাবে শাসকদলের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলছিলেন তিনি। সেই প্রেক্ষিতে তাঁর দিল্লি সফর নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছিল। মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে ফের দিল্লি গেলেন রাজ্যপাল।

ভোট পরবর্তী হিংসার ইস্যুতে আগের বার দিল্লি সফরে গিয়েছিলেন। সেবারও যাওয়ার আগে শুভেন্দুদের সঙ্গে বৈঠক সারেন। রাজ্যের একুশের ভোটের পর বিজেপির একাধিক কার্যকর্তার মৃত্যু, কর্মীদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া, পরিবারের উপর হামলা সব কিছু নিয়েই আলোচনা হয়। যার জেরে পরে রাজ্যে  নির্দেশ পেয়ে জাতীয় মানবধিকার কমিশনও আসে। এদিকে এর মাঝে ঘটে যায় দেবাঞ্জন দেবের ভুয়ো কোভিড ভ্যাকসিন কাণ্ড। তা নিয়েও জল গড়ায়। কেন্দ্র চাপ সৃষ্টি করে। কিন্তু এবার মমতার সফরের ঠিক পরে পরেই ঠিক কোন বিষয়ে দিল্লি সফরে গিয়েছেন রাজ্যপাল, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন : Himachal Pradesh:হুড়মুড়িয়ে ধস নামল কিন্নর জেলায়, চাপা পড়ল যাত্রীবাহী বাস, নিখোঁজ ৪০-৫০ জন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest