Site icon The News Nest

একলাফে ফের অনেকটা দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের! কলকাতায় দাম কত জানেন কি ?

bharatgas

ফের একলাফে অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। আজ থেকে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ল। এর জেরে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৮৮৬ টাকা। আজকের মূল্য বৃদ্ধির জেরে গত ৬ মাসে মোট ১৪১ টাকা দাম বেড়েছে ভর্তুকিহীন সিলিন্ডারের। আর একবছরের নিরিখে ২৪১ টাকা বেড়েছে সিলিন্ডারের দাম। এর আগে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৬১ টাকা ছিল। সেই দাম বেড়ে হল ৮৮৬ টাকা।

আরও পড়ুন : আমেরিকা আল কায়দার বিরুদ্ধে লড়তে গিয়েছিল ,আফগানিস্তান গড়তে যায়নি, বললেন বাইডেন

এর আগে ১ অগস্ট ৭৩.৫ টাকা দাম বাড়ে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই ছিল। এর আগে ১ জুলাই ২৫ টাকা বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এর আগে ফেব্রুয়ারি ও মার্চে দাম বেড়েছিল সিলিন্ডারের। অবশ্য এপ্রিলে অপরিবর্তিত রাখা হয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। পরে এপ্রিলে ১০ টাকা কমানো হয়েছিল সিলিন্ডারের দাম। তবে জুলাইয়ে ফের বাড়ানো হয় সিলিন্ডারের দাম।

চলতি বছরের জানুয়ারিতে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৬৯৪ টাকা। ১ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছিল ৭১৯ টাকায়। এরপর ১৫ ফেব্রুয়ারি তা আরও বেড়ে হয় ৭৬৯। এর দশদিন পরই ফের বাড়ে সিলিন্ডারের দাম। ২৫ ফেব্রুয়ারিতে সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৭৯৪ টাকায়। এরপর মার্চে তা বেড়ে দাঁড়ায় ৮১৯ টাকায়। আর এবার ফের ২৫ টাকায় দাম বাড়ে সিলিন্ডারের।

আরও পড়ুন : Afghanistan Crisis: আফগানিস্তানে বসবাসকারী হিন্দু ও শিখদের আশ্রয় দেবে ভারত, ঘোষণা বিদেশমন্ত্রকের

Exit mobile version