AITC Twitter account hacked party name and logo changed

AITC: তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, বদলে গেল নাম ও লোগো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এবার হ্যাকারদের কবলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। মঙ্গলবার ভোররাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (AITC)-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।

জানা গিয়েছে, সকাল সাড়ে ৮টা পর্যন্ত অ্যাকাউন্টটি ‘রিকভার’ করা যায়নি। পেজের নাম বদলে হয়েছে ‘যুগ ল্যাবস’ (Yuga Labs), ছবিটি বদলে হয়েছে ইংরেজি অক্ষর ‘ওয়াই’ ও ‘এল’ সম্বলিত একটি লোগো। জানা গিয়েছে, দ্রুত অ্যাকাউন্টটি ‘রিকভার’ করার চেষ্টা চলছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের এই অ্যাকাউন্টটিতে ব্লু টিক রয়েছে। টুইটারে তৃণমূল ফলো করে ৬০ জনকে। এদিকে এই পেজের ফলোয়ার সংখ্যা ৬ লাখ ৪৯ হাজার।

আরও পড়ুন: Babul Supriyo : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি বাবুল সুপ্রিয়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

কে বা কারা, কী উদ্দেশ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে AITC-র বদলে বর্তমানে যে লোগো রয়েছে, সেই Yuga Labs আদতে একটি মার্কিন ব্লকচেইন প্রযুক্তি কোম্পানি। এই সংস্থাটি ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মিডিয়াতেও বিশেষজ্ঞ।

প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইটার অ্যাকাউন্ট হয়। সেটিও মধ্যরাতে হ্যাক হয় এবং সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন দ্রব্য ও পণ্যের বিজ্ঞাপন রিটুইট হতে দেখা যায়। যেগুলি মহুয়া মৈত্র করেননি বলেই জানান। তারপর তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানান মহুয়া মৈত্র। সেই ঘটনার বছর খানেকের মধ্যে এবার হ্যাক হল খোদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট।

আরও পড়ুন: Mukul Roy: গুরুতর অসুস্থ মুকুল রায়, ভরতি কলকাতার বেসরকারি হাসপাতালে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest