Mamata Banerjee PC: ‘আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যু এখন ক্লোজড চ্যাপ্টার’, নবান্নে জানিয়ে দিলেন মমতা

মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘‌আলাপনবাবু সম্পর্কিত যাবতীয় ঘটনাপ্রবাহের ইতি পড়ে গিয়েছে।’‌ সদ্যপ্রাক্তন মুখ্যসচিবের বদলি ঘিরে রাজ্য–কেন্দ্র সংঘাত যখন চরমে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নবান্ন থেকে প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Alapan Bandyopadhyay) বলেন, “আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যু এখন ক্লোজড চ্যাপ্টার। উনি মুখ্যসচিবের পদ থেকে অবসর নিয়েছেন। এখন তিনি রাজ্যের মুখ্য উপদেষ্টা। তাঁর সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমাদের সরকার তাঁর পাশে থাকবে।”

গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের সদ্যপ্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কেন্দ্র–রাজ্য সংঘাত চরমে উঠেছিল। তার মধ্যে রাজ্যপালের মন্তব্য, প্রধানমন্ত্রীর দফতরের সমালোচনা–সহ নানা বিষয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য থেকে জাতীয় রাজনীতি। এই পরিস্থিতিতে বুধবার খুব সংক্ষিপ্ত একটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য, ‘‌আলাপন বন্দ্যোপাধ্যায় চ্যাপটার ক্লোজড।’‌ এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে জোর চর্চা শুরু হয়ে যায়। তাহলে কী এবারও কেন্দ্রের মুখ পুড়ল?‌

আরও পড়ুন : মাত্র ৭২৪ টাকাতেই ইলেকট্রিক মোটরসাইকেল তৈরি শিখুন, এক চার্জেই চলবে ১৫০কিমি!

মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘‌আলাপনবাবু সম্পর্কিত যাবতীয় ঘটনাপ্রবাহের ইতি পড়ে গিয়েছে।’‌ সদ্যপ্রাক্তন মুখ্যসচিবের বদলি ঘিরে রাজ্য–কেন্দ্র সংঘাত যখন চরমে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যসচিব পদে অবসর নেওয়ার পরও আলাপন বন্দ্যোপাধ্যায়কে শো–কজ করেছে কেন্দ্র। এমনকী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আলাপনবাবুও জানিয়েছেন তিনি সঠিক সময়েই জবাব দেবেন।

উল্লেখ্য, গত শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। আর তা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য–রাজনীতি। মুখ্যসচিব পদে তিন মাসের জন্য আলাপনের মেয়াদ বাড়িয়েছিল রাজ্য সরকার। তারপরেই আচমকা বদলির নির্দেশে সব ওলটপালট হয়ে যা্য। রাজ্য–কেন্দ্রের মধ্যে চিঠি চালাচালি হয়। বদলির নির্দেশ প্রত্যাহারের জন্য শনিবারই অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্র নিজের সিদ্ধান্ত অনড় ছিল। এই টানাপড়েনের মধ্যে সোমবারই অবসর নিয়ে নেন আলাপনবাবু। তারপরেই তাঁকে মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। এবার হয়ে গেল চ্যাপ্টার ক্লোজ। তাহলে কী কেন্দ্র মেনে নিল রাজ্যের অনুরোধ?‌ উঠছে প্রশ্ন।

আরও পড়ুন : মানুষখেকো বাঘিনীর খোঁজ, ‘Sherni’র ট্রেলারে দুঃসাহসিক বিদ্যা, দেখুন…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest