Site icon The News Nest

খাস কলকাতায় বিজেপি-র রোড-শো ঘিরে রণক্ষেত্র আমহার্স্ট স্ট্রিট, শুভেন্দু-অর্জুনকে লক্ষ্য করে জুতো, ঝাঁটা

kolkata

কাঁচরাপাড়ার পর খাস কলকাতার (Kolkata) বুকে বিজেপির (BJP) মিছিল ঘিরে ছড়াল উত্তেজনা। তুমুল সংঘর্ষ বাঁধল তৃণমূল (TMC) ও বিজেপির মধ্যে। পাল্টা চড়াও হন বিজেপি কর্মীরা। রীতিমতো রণক্ষেত্রের আকার নেয় লেবুতলা পার্ক এলাকা। সূত্রের খবর, এ দিন কলকাতার হৃষিকেশ পার্ক থেকে পরিবর্তন যাত্রা শুরু হলে তৃণমূল কর্মীরা হাতে ঝাঁটা নিয়ে নিঃশব্দে প্রতিবাদ জানাতে শুরু করে। এরই দৃশ্য দেখে আগ্রাসী হয়ে ওঠে বিজেপি কর্মীরা। পালটা ইট ছোড়া হয়, চেয়ারও ভাঙা হয় বলে অভিযোগ।

হৃষিকেশ পার্ক থেকে লেবুতলা পার্ক পর্যন্ত মিছিল কর্মসূচি ছিল বিজেপির। সেই মিছিলের শুরুতেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। আমহার্স্ট স্ট্রিটে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপি সাংসদ অর্জুন সিং, বাবুল সুপ্রিয় ছাড়াও শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা শামিল হন মিছিলে। ‘জয় শ্রীরাম’ স্লোগানও ওঠে। তাঁদের রোড শো এগিয়ে যাওয়ার পথেই নেতাদের দিকে ধেয়ে আসে ঝাঁটা, জুতো। গাড়িতেও ভাঙচুর করা হয়। অভিযোগের তিরে তৃণমূল কর্মীরা। দু’পক্ষের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে সংলগ্ন কলেজটিতেও।

পরে পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া বিজেপি নেতাদের। রাজীব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ”বিজেপির বাড়বাড়ন্ত দেখে ভয় পেয়েছে তৃণমূল। তা আটকানোর জন্য এ ধরনের হামলা চালাচ্ছে। কিন্তু এভাবে বিজেপিকে রোখা যাবে না।” অন্যদিকে, সিটি কলেজে অশান্তির প্রতিবাদে পোস্ট অফিসের সামনে অবরোধ শুরু করেন তৃণমূল সমর্থকরা।

আরও পড়ুন: এক টুইটে ১৫০০ কোটি ডলার হারালেন ইলন মাস্ক! হাতছাড়া হল ধনীতম তকমা

রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে নানা জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁচড়াপাড়া ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি নেতা, কর্মীরা আক্রান্ত হচ্ছেন। অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এবার খাস কলকাতাতেই রোড শো করতে গিয়ে হামলার মুখে বিজেপি নেতৃত্ব।

তবে তৃণমূলের তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত এর আগে ২০১৯এ লোকসভা ভোটের সময় প্রচার চলাকালীন এই এলাকাতেই অমিত শাহর রোড শো ঘিরে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটে, যা পরবর্তীতে বড়সড় এক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল। এবার একুশের ভোটেও প্রায় একই এলাকায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ সামনে এল।

প্রসঙ্গত, বুধবার বিজেপি-র রোড-শো ছিল হৃষিকেশ পার্ক থেকে সন্তোষ মিত্র স্কোয়ার (লেবুতলা পার্ক) পর্যন্ত। রোড-শো’র শেষে সভায় বিজেপি-তে যোগ দেন এলাকার তৃণমূল নেতা সজল ঘোষ। যোগ দেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। ঘটনাচক্রে, বুধবার দুপুরে হুগলির সাহাগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দেন বাংলার ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। তার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি-তে গেলেন অশোক।

আরও পড়ুন: মুছে গেল সর্দার বল্লভভাই প্যাটেলের নাম, মোতেরা এবার থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, স্ট্যান্ডে রিলায়েন্স-আদানি

Exit mobile version