অমিত শাহর বাংলা সফর বাতিল, রবিবার হাওড়ায় আসবেন অন্য নেতা

শনিবার ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের যে অনুষ্ঠান ছিল, তাতে যোগ দিচ্ছেন না শাহ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শুক্রবার রাতেই কলকাতায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু আসছেন না তিনি। জানা গিয়েছে দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে যে বিস্ফারণ ঘটেছে তার জেরেই এই সিদ্ধান্ত। শনি ও রবিবার বাংলা সফর বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকেলে নয়া দিল্লির আব্দুল কালাম সরণিতে ইজরায়েলি দূতাবাসের সামনে IED বিস্ফোরণ হয়। কম তীব্রতার সেই বিস্ফোরণে তিনটি গাড়ির কাচ ভাঙলেও কেউ হতাহত হননি। এর পর তদন্তে নামে NIA-সহ একাধিক তদন্তকারী সংস্থা। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেই হচ্ছিল বিটিং রিট্রিট অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী-সহ ভিভিআইপিরা।

আরও পড়ুন: PAK vs SA: ৩৪ বছরে অভিষেক! প্রথম টেস্টই ৫ উইকেট নিলেন নুমান আলি

বিস্ফোরণ স্থলের অদূরেই প্রধানমন্ত্রীর বাসভবন। সেই কারণেই রাজ্যে আসছেন না অমিত শাহ। শনিবার ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের যে অনুষ্ঠান ছিল, তাতে যোগ দিচ্ছেন না শাহ। তবে রবিবার ডুমুরজলা ময়দানে যে সভা ও যোগদান মেলা হওয়ার কথা ছিল, তা হয়তো বাতিল হবে না।  সূত্রের খবর, অমিত শাহ না আসতে পারলেও দলের অন্য কোনও সিনিয়র নেতৃত্ব ওই কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

বিজেপির তরফে জানানো হয়েছে, শনিবার শাহের যাবতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। শাহের পরিবর্তে পরে অন্য কেউ আসবেন কি না। বা পরে কবে অমিত শাহ রাজ্যে আসবেন তা নিয়ে কিছু জানায়নি রাজ্য বিজেপি। ইজরায়েলের দূতাবাস থেকে মাত্র দু’কিলোমিটার দূরে রাজধানীর বিজয় চক এলাকায় এদিন বিটিং রিট্রিট সেরিমনি হয়।

সেই উপলক্ষে বিকাল পাঁচটা বেজে ১১ মিনিটে সেখানে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সুরক্ষিত এলাকার অত কাছে বিস্ফোরণ ঘটায় উদ্বিগ্ন হয়েছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন: ফিটনেস-ই মন্ত্র, হোটেলের বন্ধ ঘরেই কঠোর অনুশীলন বিরাট কোহলির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest