Arjun Singh,a BJP observer at the Bhabanipur constituency, candidature may announce today

ভবানীপুর কেন্দ্রে বিজেপির পর্যবেক্ষক অর্জুন সিং, প্রার্থী ঘোষণা হতে পারে আজই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কে লড়বেন, তা বাছতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে গেরুয়া শিবিরকে। তবে তারই মধ্যে পর্যবেক্ষক নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল বিজেপি। ভবানীপুরের ‘নজরদারি’র দায়িত্ব পেলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, পদ্মশিবিরের দুই সাংসদ অর্জুন সিং (Arjun Singh) এবং জ্যোতির্ময় সিং মাহাতো এবং রাজ্যের সাধারণ সম্পাদক সঞ্জয় সিংকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ভবানীপুর কেন্দ্রের (Bhabanipur By-Election) আটটি ওয়ার্ড পর্যবেক্ষণে রাখবেন একজন করে বিজেপি বিধায়ক। তাঁদেই মাথায় থাকবেন দুই সাংসদ।

আরও পড়ুন:  Salman Khan-কে ব্যঙ্গ করে ভিডিও গেম! আদালতের দ্বারস্থ ‘টাইগার’

তবে প্রার্থী ঘোষণার আগেই পর্যবেক্ষক বেছে নেওয়ায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। এ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ খোঁচা দিয়ে বলেন, “অর্জুন সিংয়ের শান্ত ভাবমূর্তি তো সকলেরই জানা। এত শান্তিপ্রিয় মানুষ তিনি! ভবানীপুরে কী করেন, দেখা যাবে।” এরপরই জুড়ে দেন, রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই তো বিজেপি গোহারা হেরেছে। কিছু জায়গায় অবশ্য ওরাই সেটা হতে দেয়নি। এবার ভবানীপুরের ফলও দেখতে পারে।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের দাবি, ছয় নয়, তিনজনের নাম পাঠানো হয়েছে। সেখানে রুদ্রনীলের পাশাপাশি আরও দু’জনের নাম আছে। যদিও চূড়ান্ত নাম ঘোষণার আগে এখনও ঘোরাফেরা করছে একাধিক নাম। শোনা যাচ্ছে, কাউন্সিলর তিস্তা বিশ্বাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। উঠে আসছে রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী-সহ অনেক মহিলা নেত্রীর নামও। তবে জল্পনার অবসান ঘটিয়ে আজই প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৪১

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest