babul supriyo wont campaign for prayanka tibrewal

তারকা প্রচারকের তালিকায় নাম তবু প্রচারে নামবেন না বাবুল- জানালেন নিজেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তারকা প্রচারকের তালিকায় নাম থাকলেও ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবেন না। সাফ জানিয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। স্পষ্ট করে দিলেন, নিজের রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেননি। এবং কোনওরকম রাজনৈতিক প্ল্যাটফর্মে আগামী দিনে তাঁকে দেখা যাবে না।

শুক্রবার গণেশ চতুর্থীর দিন ভবানীপুর উপনির্বাচনে প্রার্থীপদ ঘোষণা করে বিজেপি। প্রার্থী করা হয় তরুণ নেত্রী প্রিয়াঙ্কা তিবরেওয়ালকে। রাজনীতির আঙিনায় বাবুলের দীর্ঘদিনের সহযোগী প্রিয়াঙ্কা। তাঁর প্রার্থীপদকে সমর্থন করে প্রকাশ্যে শুভেচ্ছাও জানান বাবুল। বলেন, তরুণ, উজ্জীবিত নেত্রীকে আমার শুভেচ্ছা।

আরও পড়ুন: ছোট বোন স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছেন, বিবৃতি দিয়ে জানালেন বুদ্ধদেব-জায়া মীরা

এর পরই প্রকাশ্যে আসে বিজেপির তারকা প্রচারকদের তালিকা। তাতে দেখা যায় বাবুল সুপ্রিয়র নাম। এর পরই শুরু হয় জল্পনা। তবে কি রাজনৈতিক সন্ন্যাস ভেঙে প্রচারের ময়দানে দেখা যাবে বাবুলকে? এদিন সন্ধ্যায় বাবুল জানান, তালিকায় নাম থাকলেও প্রচারে নামবেন না তিনি। রাজনীতি থেকে সন্ন্যাসের যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা থেকে সরে আসার প্রশ্ন নেই। তবে প্রিয়াঙ্কার জন্য তাঁর শুভেচ্ছা থাকবে সব সময়।

বিজেপিতে যোগদানের পর থেকেই দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন বাবুল সুপ্রিয়। পরপর দু’বার আসানসোলের সাংসদও হয়েছেন। পেয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বুঝিয়ে দিয়েছিল বাবুল সুপ্রিয় তাঁদের কাছে ভরসার জায়গা। সম্ভবত, সেকারণেই একুশের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জের মতো আসনে প্রার্থী করা হয়েছিল তাঁকে। কিন্তু সাফল্য আসেনি। তৃণমূলের অরূপ বিশ্বাসের (Arup Biswas) কাছে পরাজিত হন তিনি। বিধানসভার ফলপ্রকাশের কিছুদিনের মধ্যেই মন্ত্রিত্বও খোয়াতে হয় তাঁকে। যার পরপরই রাজনৈতিক সন্ন্যাসের কথা ঘোষণা করেন বাবুল। দলের শীর্ষ নেতৃত্ব বারবার বোঝানোর চেষ্টা করলেও সক্রিয় রাজনীতিতে ফিরতে চাননি আসানসোলের সাংসদ।

আরও পড়ুন: চোর সন্দেহে রাতভর পোস্টে বেঁধে ‘মার’, মানিকতলায় অটোয় মিলল যুবকের দেহ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest