কোলাপসিবেল গেটের মধ্যে দিয়ে বাঁশদ্রোণীতে চলল শ্যুটআউট। বাঁশদ্রোণীর সোনালি পার্কে ঘটল এই ঘটনা। গেট বন্ধ থাকায় তার বাইরে থেকেই যুবককে লক্ষ্য করে একের পর এক গুলি চালালো একদল দুষ্কৃতি। আহত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ওই বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল দুষ্কৃতী বাইকে করে এসে পৌঁছয়। বৃহস্পতিবার রাত এরপর ঘরের ভিতরে ঢুকে বন্দুক দিয়ে লাগাতার গুলি ছোড়া হয়। এই বাড়ির মালিক প্রদীপ দেবনাথ। তিনি পেশায় প্রোমোটার। তাঁর অভিযোগ, কুখ্যাত দুষ্কৃতী নান্টির ছেলের নেতৃত্বে দুষ্কৃতীর হামলা হয়। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই গুলি চালানো হয় বলে অভিযোগ। সেইসময় বাড়িতে ছিলেন অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবক। তাঁকে সামনে পেয়ে গুলি চালানো হয়।তাঁর ডান হাতে গুলি লেগেছে। জখম অবস্থায় তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: বেশি তেল মশলাযুক্ত খাবারে বিপদ মাতৃদুগ্ধেও! সাবধান করলেন বিশেষজ্ঞরা
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ বাঁশদ্রোণীর সোনালি পার্ক এলাকায় প্রোমোটার প্রদীপ দেবনাথের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। সেই সময় ওই প্রোমোটারের বাড়িতে ছিলেন অভিষেক মুখোপাধ্যায় নামে আরও এক ব্যক্তি। বন্দুকবাজরা প্রদীপকে নিশানা করে গুলি চালালেও তিনি অক্ষত আছেন।পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, প্রদীপের সঙ্গে শুভ ঘোষের পুরনো গোলমালের জেরেই এই ঘটনা।
পুলিশ জানিয়েছে , এই ঘটনায় বাঁশদ্রোণী থানায় ৩০৭/৩২৬/৩৪ আইপিসি এবং ২৫/২৭আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অনুসন্ধান চালাচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: আজ ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন মমতা, উপ নির্বাচন ৩০ সেপ্টেম্বর