মারা গেলেন কলকাতা পুলিশের কনস্টেবল, রাজ্য পুলিশে করোনার প্রথম শিকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের পুলিশের অনেক কর্মী। কিন্তু এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের কোনও পুলিশকর্মীর। শেক্সপিয়ার সরণি থানায় ডেপুটেশনে কর্মরত ছিলেন কলকাতা পুলিশের ওই কনস্টেবল।

লালবাজার সূত্রে খবর, বছর ৪৭-র কনস্টেবলের বাড়ি শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়। তিনি কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন। পরে ডেপুটেশনে তাঁকে শেক্সপিয়ার সরণি থানায় পাঠানো হয়েছিল। 

আরও পড়ুন: পেট্রাপোলে সীমান্ত-বাণিজ্যে ছাড়পত্র রাজ্যের,করোনা বিধি মনে সোমবার থেকে পুরোদমে কাজ শুরু

এরইমধ্যে তিনি স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে গত ২৮ মে তিনি বাসে করে ফাঁসিদেওয়ার বাড়িতে গিয়েছিলেন। ১ জুন তিনি কাজে যোগ দিয়েছিলেন। সেদিনই তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। প্রাথমিকভাবে অবশ্য তাঁর কোনও উপসর্গ ছিল না। পরদিন কিছু উপসর্গ দেখা দিয়েছিল। ৩ জুন রিপোর্ট আসতে দেখা গিয়েছিল, তিনি করোনা আক্রান্ত। সেইমতো তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে। শনিবার সেখানেই মৃত্যু হয় তাঁর।

রাজ্যের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। শনিবার স্বাস্থ্য ভবনের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৩৫ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৭ জনের। আক্রান্ত ও মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় সর্বাধিক হয়েছে। রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭৩৮। মৃত্যু হয়েছে ৩১১ জনের। কো-মর্বিডিটির কারণে আরও ৭২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য ভবন শনিবার যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা এখনও সবার থেকে বেশি। প্রথম দিন থেকেই সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে মহানগরীতে। কলকাতায় গত চব্বিশ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এর পরেই উল্লেখযোগ্য ভাবে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে হুগলিতে। সেখানে ৮২ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে গত চব্বিশ ঘণ্টায়। হাওড়ায় ৫৬ জন এবং উত্তর চব্বিশ পরগনায় ৬০ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: Unlock 1: ১১ জুন থেকে খুলছে কলকাতা হাইকোর্ট, মানতে হবে কড়া নিয়ম

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest