Site icon The News Nest

BGBS 2023: মঙ্গল-বুধে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আম্বানি-হিরানন্দানি! থাকবে আদানি গোষ্ঠীও?

BGBS

আগামী সপ্তাহে মঙ্গল-বুধবার শিল্পপতিদের চাঁদের হাট বসবে কলকাতায়। বিশ্ববাংলা কনভেশন সেন্টারে হাটে তাঁদের বিনিয়োগ ভাবনার পসরা নিয়ে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের শিল্পপতিরা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলেন। এই শিল্প সম্মেলনে উপস্থিত থাকার কথা মুকেশ অম্বানীর, থাকার কথা হিরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হীরানন্দানিরও।

পাশাপাশি আইটিসি গ্রুপের সঞ্জীব পুরী, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, জেএসডব্লিউ গ্রুপের সজ্জন জিন্দল-সহ দেশের প্রথম সারির একঝাঁক শিল্পপতিও হাজির থাকবেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। উল্লেখ্য, এঁদের অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফরে উপস্থিত ছিলেন। বক্তার তালিকার আদানি গোষ্ঠীর কেউ নেই। সম্মলনে গৌতম আদানি হাজির থাকবেন কিনা তাও জানা যায়নি। তবে আদানিদের কোনও প্রতিনিধি হাজির থাকতে পারেন বলে সূত্রে জানা গিয়েছে।

তালিকায় বিদেশি অতিথিরা হলেন, ইলেইন এফ মার্শাল, সেক্রেটারি নর্থ ক্যারোলিনা,  লর্ড ডেভিস, ইউকে ইন্ডিয়া বিজনেস কাউনসিলের চেয়ারম্যান, গ্রেজর্জ টেবিজোস্কিস পোল্যান্ডের বিদ্যুৎমন্ত্রী, কিম ইউং রক,জিওলানামো প্রদেশের গর্ভনর, ফ্যাব্রিজিও সালা, ইতালির আঞ্চলিক ভিপি। সূত্রের খবর, সম্মেলনের অতিথিদের গঙ্গাবিহার এবং আলিপুর জেল মিউজিয়াম ঘুরিয়ে দেখানোর প্রাথমিক পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের একটি মহলের। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।

প্রসঙ্গত, বাণিজ্য সম্মেলনে কৌতূহল সবচেয়ে বেশি যে দু’জনকে নিয়ে, তাঁরা হলেন মুকেশ আম্বানি এবং নিরঞ্জন হীরানন্দানি। আগামী লোকসভা ভোটের অব্যবহিত আগে মমতার আহূত বাণিজ্য সম্মেলনে আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশের উপস্থিতিকে অনেকেই রাজনৈতিক দিক দিয়েও ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন। কৌতূহলের কেন্দ্রে থাকবেন নিরঞ্জনও। তাঁর পুত্র দর্শনের থেকে ‘উপহার ও ঘুষ’ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। মহুয়ার বিরুদ্ধে তদন্তের পর সংসদের এথিক্স কমিটি তাঁর সাংসদ পদ খারিজের জন্য সুপারিশ পাঠিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লাকে।

 

Exit mobile version