একদিকে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো দেশের স্বনামধন্য শিল্পপতিদের উপস্থিতি, অন্যদিকে জার্মানি থেকে জাপান তথা ইউরোপের নামী বণিকমহলের উপস্থিতিতে বুধবার শুরু হচ্ছে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’।
নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে চলবে এই সম্মেলন চলবে দু’দিন। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ ৫,০০০ হাজার বিশিষ্ট অংশ নেবেন এই সম্মেলনে। ৪০টির মধ্যে ২০টি দেশ ‘পার্টনার’ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০টি দেশের রাষ্ট্রদূতেরা ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছেন।
বাণিজ্য সম্মেলন উপলক্ষে গোটা মহানগরী সাজানো হয়েছে বড় বড় হোর্ডিং ও ব্যানারে। ‘বেঙ্গল মিনস বিজনেস’-মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই মূল থিমকে সামনে রেখেই বসছে বাণিজ্যের ‘কুম্ভমেলা’। ক্ষুদ্র শিল্প থেকে তথ্যপ্রযুক্তি, চামড়া থেকে টেক্সটাইল, কৃষিভিত্তিক পণ্য থেকে কুটির শিল্প, পর্যটন এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই সম্মেলন মুখ্যমন্ত্রীর কাছে ‘গুরুত্বপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। সম্মেলনে কত বিনিয়োগ এল, সে দিকে নজর থাকবে রাজ্যবাসী থেকে বিরোধী, সকলের। সম্মেলনের আগের দিন, মঙ্গলবার নিউটাউনে চা-চক্রে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
Bengal is stepping onto the global stage with grace and power!
With 25 ambassadors, 200 foreign delegates from 40 nations, and other key leaders, #BGBS 2025 is set to drive new opportunities and partnerships.
Smt. @MamataOfficial highlights the importance of forging stronger… pic.twitter.com/AjxoSqVrx8
— All India Trinamool Congress (@AITCofficial) February 4, 2025
এই শিল্প সম্মেলন থেকেই রাজ্যে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হাব তৈরির কথা ঘোষণা হতে পারে। সেমিকন্ডাক্টর, বস্ত্র ও চর্মশিল্প, পর্যটন, ভারী শিল্প- সহ একাধিক ক্ষেত্রে লগ্নি টানায় এবার বিশেষ জোর দিয়েছে রাজ্য। শিল্পের অনুকূল জমিও রয়েছে ল্যান্ড ব্যাঙ্কে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের ব্যবস্থা আছে। শিল্পবান্ধব প্রশাসন রয়েছে। শিল্পে ‘এক জানালা নীতি’ রয়েছে। সবমিলিয়ে শিল্প গড়ার যথাযথ পরিকাঠামো মজুত বঙ্গে। এই অবস্থায় শিল্প সম্মেলন থেকে বড় বিনিয়োগ টানার আশা রাখছে রাজ্য।