Site icon The News Nest

ভবানীপুর উপনির্বাচন :মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই ভাইকে হারালেন প্রিয়াঙ্কা

priyanka 1

ভবানীপুর উপ নির্বাচনে (Bhawanipur By Poll) মাটি কামড়ে লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েছে BJP। সোমবার এই কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। এদিন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে তিনি মনোনয়ন জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন বিধানসভার বিরোধী দলনতা শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়ে প্রিয়াঙ্কার মন্তব্য, ‘ধর্মের লড়াইয়ে নেমেছি। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এবার ন্যায়ের সঙ্গে থাকবে।’ পাশাপাশি এদিন প্রিয়াঙ্কা বলেন, ‘মুখ্যমন্ত্রী আমার মায়ের বয়সী। তাঁর কাছে গিয়ে বলব দিদি আপনার মেয়ে ভোটে দাঁড়িয়েছে। আমাকে আশীর্বাদ করুন।’

এদিন প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মনোনয়ন পেশের সময় শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন BJP সাংসদ অর্জুন সিং এবং দীনেশ ত্রিবেদী। রীতিমতো ঢাক-ঢোল নিয়ে আলিপুরে পৌঁছন প্রিয়াঙ্কা। BJP কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছনোর আগে পুজোও দেন BJP প্রার্থী। কালীঘাট মন্দিরে পৌঁছে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, ‘মায়ের আশীর্বাদ নিয়েই চলতে হয়। মায়ের আশীর্বাদ নিতেই এখানে এসেছি।’ প্রচারের কৌশল সম্পর্কে বিজেপি প্রার্থী বলেছেন, এন্টালিতে বাড়ি বাড়ি প্রচার করেছি।এখানেও বাড়ি বাড়ি প্রচার করব।

এদিকে, মনোনয়ন জমা দেওয়ার দিনই নিজের ছোট ভাইকে হারালেন প্রিয়াঙ্কা। জানা গিয়েছে, তাঁর ভাই হায়দরাবাদে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই সোমবার আকস্মিক প্রয়ান হয় তাঁর। গভীরভাবে শোকাহত হলেও তিনি উপ নির্বাচনের লড়াই থেকে পিছিয়ে আসবেন না বলেও জানান শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, ‘বাংলার একজন কন্যা মানুষকে ঘরছাড়া করেছে। অপর মেয়ে, প্রিয়াঙ্কা তাঁদের ঘরে ফিরিয়ে আনবেন।’

Exit mobile version