Site icon The News Nest

জোর করে বাংলা দখলের চেষ্টা চালিয়েছিল বিজেপি, তৃণমূলে যোগ দিয়ে বললেন বিষ্ণুপুরের বিধায়ক

bjp mla

জোর করে বাংলা দখলের চেষ্টা করেছিল বিজেপি। বাঙালি অধিকার, ঐতিহ্য কোনও কিছুকেই ওরা সম্মান দিতে পারে না। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এ কথা বললেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার সকালে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।

তন্ময়বাবু বলেন, বিজেপি ফাঁকা গলায় বেশি আওয়াজ দেয়। বুথ স্তরে সংগঠন বলে কিছু নেই ওদের। ২০০ আসন পাবে না অনেক দিন আগেই বুঝে গিয়েছিল। বিজেপির টিকিটে যারা জিতেছে নিজেদের ক্যারিশমায় জিতেছেন। এতে দলের কোনও ভূমিকা নেই।

বিধানসভা ভোটে যে এমন বেহাল দশা হবে তা কল্পনা করতে পারেনি বিজেপি। লাগাতার বাংলায় প্রচারের এসেছিলেন শাহ-মোদী, যোগীর মত বিজেপির তারকা প্রচারকরা। তবে মোদী ছাড়া বেশিরভাগ কেন্দ্রীয় নেতাদের মিছিল ফ্লপ গিয়েছিল। লোক হয়নি। বিজেপির ছদ্মবেশে গুজরাটি আগ্রাসনকে ভয় পেয়েছিল বাংলার সাধারণ মানুষ।

আরও পড়ুন : শুভেন্দুর গাড়ি আটকে লাউড স্পিকারে ‘গদ্দার হঠাও’ স্লোগান তুলল তৃণমূল

বাংলায় বিজেপি কেবল অভিষেককে ক্রমাগত আক্রমণ করেছিল। পুর কিংবা পঞ্চায়েত নির্বাচনে যেমনটা হয়ে থাকে। ফলে বাংলায় ক্ষমতায় এলে তারা কি করবে সে দিশা ছিল না। অন্যদিকে দিলীপ ঘোষের মত বিজেপির নেতারা ক্রমাগত বাঙালি বিরোধী নানা মন্তব্য করেছে। যা বাঙালি পছন্দ করেননি। ফলে বাঙালিদের একটা বড় অংশ বিধানসভা ভোটকে বাঙালি বনাম গুজরাতিদের লড়াই বলে বিশ্বাস করেছিল। ফলে মোদির ভাষণকে লোকে তেমন আমল দেয়নি। অন্যদিকে যোগী যেসব মন্তব্য করেছিলেন তাতে বাঙালি ভয় পেয়েছিল। তারা মনে করেছিলেন বাঙালির মধ্যে যে উদারতা রয়েছে তা নষ্ট করার চেষ্টা হবে।যোগী-মোদীদের হাতে পড়লে বাঙালিদের নিজস্ব সংস্কৃতি নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন :Janmashtami 2021: বাড়ি বসেই দর্শন করুন ভারতের বিখ্যাত এই ৫ কৃষ্ণ মন্দির!
Exit mobile version