BJP's Nabanna Abhijan: huge police force deployed

Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশ, রাখা হচ্ছে বজ্র -জলকামান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan)। সেই অভিযানকে বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য পুলিশ। সেইমতোই পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। কলেজ স্ট্রিট, হাওড়া ময়দান ও সাঁতরাগাছি এই তিন জায়গা থেকে মিছিল যাবে নবান্নের দিকে। দুপুর একটা থেকে শুরু হবে এই ত্রিমুখী মিছিল। স্বভাবতই যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। যানজট এড়াতে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police) শহরের বেশকিছু রাস্তা সাময়িক বন্ধ (Road Closed) রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থার নজরদারিতে রয়েছেন বিশেষ কমিশনার দময়ন্তী সেন। শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তার তদারকিতে রয়েছেন দু’জন করে অতিরিক্ত পুলিশ কমিশনার। নিরাপত্তা ব্যবস্থায় থাকছেন ১৮ জন ডিসি পদমর্যাদার আধিকারিক। এ ছাড়াও ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইনস্পেক্টর থাকছেন।

আরও পড়ুন: Durga Puja 2022: পুজোয় অনুদান দেওয়া যাবে, হাইকোর্টের রায়ে স্বস্তিতে রাজ্য সরকার

শহরের নানা প্রান্ত থেকে নবান্নমুখী বিজেপির মিছিল ঠেকাতে পাঁচটি জলকামান রাখা হচ্ছে। থাকছে দু’টি বজ্র। এ ছাড়াও গোটা পরিস্থিতি ড্রোনে নজরদারি চালানো হবে। প্রসঙ্গত, বিজেপির এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। তবে পুলিশি অনুমোদনের তোয়াক্কা না করেই নবান্ন অভিযানে নামতে চলেছে পদ্মশিবির।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, সকাল আটটা থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এড়িয়ে চলার জন্য। পাশাপাশি হাওড়া ব্রিজও বারোটার পর এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। বন্ধ থাকবে ভারী যান চলাচলও। কলকাতা ট্রাফিক পুলিশের এই বিজ্ঞপ্তির ফলে চিন্তা বাড়ছে শহরবাসীর মনে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার নবান্নের (Nabanna) নিরাপত্তা বলয়ের দায়িত্বে থাকবেন প্রায় ২৫ জন আইপিএস কর্তা সহ ৯৫ জন পুলিশ অফিসার। এছাড়াও কলকাতা পুলিশের তরফে থাকছে কড়া নিরাপত্তা। কলকাতার বিভিন্ন জোনের ডিসি পদ মর্যাদার অফিসার থেকে সিনিয়র আইপিএস কর্তারা দায়িত্বে থাকবেন।

আরও পড়ুন: Baguiati Double Murder: অতনুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সত্যেন্দ্রর স্ত্রীর! পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest