Site icon The News Nest

ভাইয়ের বউয়ের করোনা হয়েছে, ভাই ছিলেন বাইরে, ধমক দিলেন মমতা

Mamata cyclone

বাড়িতে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বাকি সদস্যদেরও বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা বলতে গিয়ে তিনি জানান, তাঁর নিজের বাড়িতেও এমন ঘটনা ঘটেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁর ছোট ভাইয়ের স্ত্রী। কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছেন ছোট ভাই। এই ঘটনাতেই দিদি অত্যন্ত ক্ষুব্ধ। তাই ধমক দিয়ে ভাইকে শাসন করেছেন দিদি মমতা।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কারও স্ত্রীয়ের কোভিড হয়েছে। দেখা যাচ্ছে, স্বামী বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। ভাবছে, আমি তো নেগেটিভ। আমি তো মিশতেই পারি। না, সেটা করা যায় না। বাড়িতে কারও হলেই প্রতিটি সদস্যকে আইসোলেশনে থাকা উচিত। এটা আমরা ভুলে গিয়েছি।’

বিধিনিষেধ নিয়ে তিনি বলেন, ‘‌বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিচার করে প্রয়োজনে আরও কিছু ঘোষণা করা হতে পারে। ট্রেন না চালালে বলবে ট্রেন বন্ধ রেখেছে। আর ট্রেন চালালে ভিড় হবে। মানুষের জীবন-জীবিকার কথাও তো ভাবা প্রয়োজন। বলুন আমরা কোন দিকে যাব? এগোলেও দোষ, পিছলেও দোষ।’

মুখ্যমন্ত্রীর এদিন নিজেই সেই কথা জানিয়েছেন ‘‌এই কাজ আমার বাড়িরই একজন সদস্য করেছে। আমার ছোট ভাইয়ের স্ত্রীর কোভিড হয়েছে। আর বাবুন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমি খুবই অফেন্ডেড হয়েছি। এটা পছন্দ করি না আমি। চ্যারিটি বিগিন্‌স অ্যাট হোম। আমি বলে দিয়েছি, আগামীকাল থেকে কোথাও বেরোবে না। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।’

Exit mobile version