Busy with election work, attendance is not possible - Partha Chatterjee called CBI home

নির্বাচনের কাজে ব্যস্ত, হাজিরা দেওয়া সম্ভব নয় -পাল্টা সিবিআইকে বাড়িতে ডাকলেন Partha Chatterjee

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের একবার সিবিআই দফতরে হাজিরা এড়ালেন রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattejee)। গত সপ্তাহেই তাঁকে নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। সেই নোটিস অনুযায়ী, আজ সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি এ দিন সিবিআই দফতরে যাননি। ভবানীপুরের উপ নির্বাচন ও বয়সজনিত কারণ দেখিয়ে সিবিআই-কে একটি চিঠি দিয়েছেন পার্থ।

এর আগে পরপর দু’বার তাঁকে নোটিস দিয়েছিল সিবিআই। একবারও হাজিরা দেননি তিনি। আইকোর মামলা সংক্রান্ত জিজ্ঞসাবাদ করার জন্যই তলব করা হয়েছিল তাঁকে। পার্থ চট্টোপাধ্যায় চিঠিতে জানিয়েছেন, চাইলে তাঁর বাড়ি কিংবা অফিসে গিয়ে  জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন: অনুমোদন ছাড়াই কেন নারদ মামলায় চার্জশিট? CBI ও ED-কে নজিরবিহীন ‘তলব’ স্পিকারের

সূত্রের খবর, এরপরই সিবিআই আধিকারিকরা জরুরি বৈঠকে বসেছেন। মন্ত্রীর বাড়িতে কিংবা তাঁর কার্যালয় গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের কথা ভাবা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি আধিকারিকরা। সেই কারণেই সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দপ্তরে আলোচনা চলছে বলে সূত্রের খবর।

মার্চের ১২ তারিখ। রাজ্যের বিধানসভা ভোটের আগে তৎকালীন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে তলব করেছিল সিবিআই। ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর (I-Core) মামলার তদন্তে নেমে সংস্থার কর্তা অনুকূল মাইতিকে জেরা করে একাধিক তথ্য পেয়েছিলেন কেন্দ্রীয়  গোয়েন্দারা। সেই তথ্যের উপর ভিত্তি করেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরার জন্য নোটিস পাঠানো হয়। পরবর্তী সময়ে ওড়িশার (Odissa) জেলেই অনুকূল মাইতির মৃত্যুতে তদন্তের গতি খানিকটা শ্লথ হয়ে পড়ে। কিন্তু সম্প্রতি মামলার কিনারা করতে ফের সক্রিয়তা দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: Bhabanipur Bypoll: আজ মনোনয়ন জমা দিচ্ছেন শ্রীজীব-প্রিয়াঙ্কা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest