Calcutta HC New Chief Justice: Justice T S sivagnanam appointed as Chief justice of Calcutta High Court

Calcutta HC New Chief Justice: হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি শিবজ্ঞানম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। মাসখানেক ধরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার থেকে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা ছিল। সেই অনুমোদন এদিন এসে গেল।

সোমবার রাতের দিকে টুইটারে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু একটি বিবৃতি পোস্ট করেন। ওই বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় সংবিধানের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী, ভারতের প্রধান বিচারপতির সঙ্গে শলা-পরামর্শের ভিত্তিতে বিচারপতি টি এস শিবজ্ঞানমকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন ভারতের রাষ্ট্রপতি। যিনি কলকাতা হাইকোর্টের সবথেকে সিনিয়র বিচারপতি।’ সেইসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘কলকতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ায় বিচারপতি টি এস শিবজ্ঞানমকে শুভেচ্ছা জানাচ্ছি।’

বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন তিনি। বিচারপতি শিবজ্ঞানম চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.এসসি করেন। মাদ্রাজ ল’ কলেজ থেকে বি.এল উত্তীর্ণ হয়েছেন। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অব তামিলনাড়ুতে সদস্য হন তিনি। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসেবে নিযুক্ত হন। পরে ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে আসেন। স্টারলাইট প্লান্ট, চিদম্বরমের আয়কর সংক্রান্ত মামলা সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিচারপতির ভূমিকায় ছিলে তিনি।

১৯৮৬ সালের ১৬ সেপ্টেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন বিচারপতি শিবজ্ঞানম। ১৯৮৬ সালের ১০ সেপ্টেম্বর তামিলনাড়ুর বার কাউন্সিলে নথিভুক্ত হন। ২০০৯ সলের ৩১ মার্চ মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিল। দু’বছরের মাথায় ২০১১ সালের ২৯ মার্চ স্থায়ী বিচারপতি পদে আসীন হয়েছিলেন। মাদ্রাজ হাইকোর্টের কম্পিউটার কমিটির চেয়ারম্যানও ছিলেন। তারপর ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেছিলেন। এবার বিচারপতি শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। আগামী ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি অবসরগ্রহণ করবেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest