Site icon The News Nest

Calcutta High Court: কলকাতা হাইকোর্টে পোড়া গন্ধ, আতঙ্কে খালি করা হল এজলাস

kol high court

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আগুন আতঙ্ক! শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ হাই কোর্টের চৌত্রিশ নম্বর এজলাসের ভেতর থেকে বিদ্যুতের তারের পোড়া গন্ধ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খালি করা হয় এজলাস। যদিও সেই সময়ে যে এজলাসে ছিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই ঘটনায় আতঙ্কে শোরগোল পড়ে যায়।

খবর পেয়েই ঘটনাস্থলে দৌড়ে যান নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। বড় কোনও দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনায় কেউ আহত হয়নি। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ষোল আনা মসজিদে মমতা, ইমামদের হাতে ফুল মিষ্টি

এজলাসে হাজির আইনজীবীরা জানিয়েছেন, ঘটনার জেরে এজলাসের কাজ প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে। আগুন লাগার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে এদিন কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

শতাব্দীপ্রাচীন কলকাতা হাইকোর্টের ভবনের বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কিন্তু এত বড় ভবনের বৈদ্যুতিন ব্যবস্থা প্রতিস্থাপনও মুখের কথা নয়। এদিন ঠিক কী হয়েছে তা খতিয়ে দেখতে পূর্ত দফতরের বৈদ্যুতিন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পুরো বিষয়ের পর আরও আঁটসাঁট করা হয়েছে আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি এজলাসে বিদ্যুৎ সংযোগ ঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানা যাচ্ছে। কোনওভাবেই যাতে এই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তৎপর নিরাপত্তা রক্ষীরা। সেজন্য নেওয়া হচ্ছে যাবতীয় পদক্ষেপ।

আরও পড়ুন: BJP যুবনেতার দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র কাশীপুর, মুখোমুখি বিজেপি -তৃণমূল

Exit mobile version