অতীন ঘোষের-আধা সেনা বচসা, সকাল থেকে উত্তপ্ত কাশিপুর-বেলগাছিয়া

ভোট শুরুর পর থেকেই কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের একাধিক বুথে উত্তেজনার খবর মিলেছে। 
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাংলায় বিধানসভা নির্বাচনের শুরু থেকেই অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ভোট যত গড়িয়েছে ততই তা তীব্র আকার নিয়েছে। শীতলকুচির ঘটনা তার উজ্জ্বল উদাহরণ। এমনকী দক্ষিণ কলকাতায় ভোটের দিনও প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ ওঠে। এবার কাশীপুর–বেলগাছিয়া কেন্দ্রেও একই অভিযোগ উঠল। অতীন ঘোষকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কাশীপুর–বেলগাছিয়ার ২০৬ নম্বর বুথে ঢুকতে কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে আধাসেনার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাতে তুমুল উত্তেজনা ছড়ায়। পরে এজেন্টদের বুথের বাইরে ডেকে কথা বলেন পোড়খাওয়া এই তৃণমূল কংগ্রেস নেতা।

আজ বিধানসভা নির্বাচনের অষ্টম দফার (West Bengal Election 2021 Phase 8) ভোটগ্রহণ। রাজ্যের চার জেলায় ৩৫টি আসনের মনোনীত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ। অষ্টম দফায় মোতায়েন প্রায় ৭৬ হাজার আধাসেনা (Central Force)। বীরভূমে মোতায়েন সবচেয়ে বেশি আধাসেনা। মোতায়েন ২২ হাজার ৪০০ জওয়ান। মুর্শিদাবাদে ২১ হাজার ২০০ আধাসেনা, মালদায় ১১ হাজার আধাসেনা মোতায়েন। কলকাতা উত্তরে মোতায়েন প্রায় ৯ হাজার ৫০০ জওয়ান ।

আরও পড়ুন: অবস্থার উন্নতি, ভাল আছেন মদন মিত্র, থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে

যে ৩৫ আসনে ভোটগ্রহণ চলছে, তার মধ্যে অন্যতম কাশীপুর-বেলগাছিয়া (Kashipur Belgachiya Constituency) কেন্দ্র। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রের একাধিক বুথে উত্তেজনার খবর মিলেছে।

অন্যদিকে, ২৩২ এবং ২৪৫ নম্বর বুথে উত্তেজনা ছড়ায় ভোট শুরুর কিছুক্ষণ পরেই।  বিজেপি প্রার্থী (BJP Candidate) শিবাজী সিংহ রায়ের (Shibaji Sinha Roy) অভিযোগ, কাশিপুর বেলগাছিয়া বিধাসভার রামকৃষ্ণ বিদ্যালয়ের (প্রাইমারি) ২৩২ ২বং ২৩৫ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া ও ভয় দেখানো হয়। তৃণমূল কর্মীরা বিজেপির পোলিং এজেন্টদের (Polling Agent) নথি-পত্র ছিনিয়ে নেয় বলেও অভিযোগ। বুথে গিয়ে সরাসরি প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। শিবাজী সিংহ রায়ের দাবি, তৃণমূল নথি চুরির ঘটনার সঙ্গে যুক্ত। ফলে বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। যদিও নথি চুরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন: মহাজাতি সদন, রবীন্দ্র সরণি- খাস কলকাতায় দফায় দফায় বোমাবাজি, তরজা তৃণমূল-বিজেপির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest