Check Latest Gold And Silver Rate In Kolkata

সপ্তাহের শেষে সস্তা সোনা! দাম কমল রুপোরও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শুক্রবার লাফিয়ে দাম বাড়লেও শনিতে খানিকটা সস্তা হল সোনা-রুপো। সপ্তাহের একেবারে শেষে দাম কমল হলুদ ধাতুর। তিন রকমের সোনার দামই কম হয়েছে কলকাতায়। পাল্লা দিয়েছে কমেছে রুপোর দরও।

শনিবার কলকাতায় 24 ক্যারেট খাঁটি সোনার গ্রাম প্রতি দাম রয়েছে 4,850 টাকা। 10 গ্রামের দাম রয়েছে 48500 টাকা। আগের দিন 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম ছিল 48600 টাকা। অর্থাৎ প্রতি 10 গ্রামে 100 টাকা কমেছে দাম।

আরও পড়ুন :  Houseplants: গাছ দিয়েই ঘর সাজাবেন? জানুন নেটমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় গাছ কোনগুলি

একই ভাবে দাম কমেছে 22 ক্যারেট সোনারও। আজ শনিবার প্রতি গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 4,600 টাকা। 10 গ্রামের দাম রয়েছে 46000 টাকা। আগের দিন 22 ক্যারেট সোনার 10 গ্রামের দাম ছিল 46100 টাকা। অর্থাৎ প্রতি 10 গ্রামে 22 ক্যারেট সোনার ক্ষেত্রে দাম কমেছে 100 টাকা।

22 ক্যারেট হলমার্কযুক্ত সোনারও দামে বদল এসেছে। প্রতি গ্রাম 22 ক্যারেট সোনার দাম গতকাল ছিল 4680 টাকা। সেই দাম শনিবারে নেমে দাঁড়িয়েছে 4670 টাকা। শনিবারে 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার 10 গ্রামের দাম রয়েছে 46700 টাকা।

সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। প্রতি কেজিতে শুক্রবার রুপোর দাম ছিল 67900 টাকা। আজ প্রতি কেজিতে দাম 67,600 টাকা। কালকের তুলনায় আজ প্রতি কেজিতে দাম কমেছে 200 টাকা।

আরও পড়ুন : Mamata Banerjee: ২৮ জুলাই দিল্লিতে বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest